ফাইনালে যেতে রাজশাহীর টার্গেট ১৬৫

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১৫ জানুয়ারি ২০২০
ফাইনালে যেতে রাজশাহীর টার্গেট ১৬৫

ছবি : বিসিবি

বঙ্গবন্ধু বিপিএলে ফাইনালে ওঠার লড়াইয়ে রাজশাহী রয়্যালসকে ১৬৫ রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ১৬৪ রান সংগ্রহ করে চট্টগ্রাম। দলের পক্ষে ২৪ বলে সর্বোচ্চ ৬০ রান করে ক্রিস গেইল।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় রাজশাহী রয়্যালস। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। তৃতীয় ওভারের শেষ বলে ওপেনার জিয়াউর রহমানকে হারায় চট্টগ্রাম।

৬ রান করে পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফানের বলে আউট হন জিয়াউর। এরপর ইনফর্ম ইমরুল কায়েস এবার ব্যর্থ হয়েছেন। ৫ রান করে রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেলের বলে ফিরেন তিনি।

এক প্রান্ত দিয়ে উইকেট পড়লেও রানের চাকা সচল রেখেছিলেন আরেক ওপেনার গেইল। ইনিংসের দ্বিতীয় ওভারে আবু জায়েদকে ২টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। এরপর চতুর্থ ওভারে পাকিস্তানের শোয়েব মালিককে ৩টি চার ও ১টি ছক্কা মারেন গেইল। ফলে পাওয়ার প্লেতে ২ উইকেট পড়লেও ৫৮ রান পেয়ে যায় চট্টগ্রাম।

দ্রুত ব্যাটিংয়ে ২১তম বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন আগের তিন ম্যাচে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ গেইল। হাফ-সেঞ্চুরির পরও নিজের ইনিংস বড় করার চেষ্টা করেছিলেন তিনি। তবে দশম ওভারে গেইলকে থামান রাজশাহীর আফিফ।

ওভারের শুরুটা ছক্কা দিয়েই করেছিলেন গেইল। কিন্তু পরের বলেই আফিফের বলে বোল্ড হন তিনি। ৬টি চার ও ৫টি ছক্কায় ২৪ বলে ৬০ রান করেন টি-টোয়েন্টি ক্রিকেটের ইউনিভার্স বস। তৃতীয় উইকেটে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সাথে ২৫ বলে ৫২ রান যোগ করেন গেইল।

দলীয় ৯৭ রানে গেইলের বিদায়ের পর প্যাভিলিয়নের পথ ধরেন মাহমুদউল্লাহও। ১৮ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৩ রানে থামেন তিনি। শিকার হন পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ নওয়াজের।

মাহমুদউল্লাহর আউটের পর দলীয় ১৩৯ রানে পৌঁছাতেই সপ্তম উইকেট হারায় চট্টগ্রাম। ফলে রান তোলার গতি কমে আসে চট্টগ্রামের। তবে এক প্রান্ত আগলে ২৫ বলে ৩১ রানের দায়িত্বশীল ইনিংস খেলে চট্টগ্রামকে ৯ উইকেটে ১৬৪ রানের লড়াই করার পুঁজি এনে দেন শ্রীলঙ্কার গুনারত্নে। রাজশাহীর ইরফান ও নাওয়াজ ২টি করে উইকেট নেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

নিজেকে শিশু মনে করছেন ব্রাভো

নিজেকে শিশু মনে করছেন ব্রাভো

বিসিবি চাইলে অধিনায়কত্ব ছেড়ে দেবেন মাশরাফি

বিসিবি চাইলে অধিনায়কত্ব ছেড়ে দেবেন মাশরাফি

বিপিএলে স্থায়ীভাবে যুক্ত হবে ‘বঙ্গবন্ধু’

বিপিএলে স্থায়ীভাবে যুক্ত হবে ‘বঙ্গবন্ধু’

আবারও সেঞ্চুরি বঞ্চিত মুশফিক

আবারও সেঞ্চুরি বঞ্চিত মুশফিক