বিপিএলে স্থায়ীভাবে যুক্ত হবে ‘বঙ্গবন্ধু’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১২ এএম, ১৩ জানুয়ারি ২০২০
বিপিএলে স্থায়ীভাবে যুক্ত হবে ‘বঙ্গবন্ধু’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার বিশেষভাবে আয়োজন করা হয়েছে। নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা ‘বঙ্গবন্ধু বিপিএল’। তবে বিপিএলে ‘বঙ্গবন্ধু’ স্থায়ীভাবে যুক্ত করা হচ্ছে।

মিরপুরের হোম অব ক্রিকেটে রোববার বিসিবির কার্যনির্বাহী সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানিয়েছেন।

পাপন বলেন, ‘এখন থেকে বিপিএলের নামকরণ ‘বঙ্গবন্ধু বিপিএল’ হিসেবেই ধারাবাহিকভাবে হবে। আজকে সিদ্ধান্ত নিয়েছি এটার নাম ‘বঙ্গবন্ধু বিপিএল’ই থাকবে। ফ্র্যাঞ্চাইজি যুক্ত হলেও কোনো সমস্যা নেই। বঙ্গবন্ধু বিপিএল নামেই হবে।’

চলমান বঙ্গবন্ধু বিপিএল নিয়ে তিনি বলেন, এবারের বিপিএলে আমরা অত্যন্ত খুশি। অনেকগুলো নতুন খেলোয়াড় পারফর্ম করছে, যেটা আমরা চেয়েছিলাম। ব্রাডকাস্ট থেকে শুরু করে সবকিছুই এখন পর্যন্ত ভালো হয়েছে। আশা করি বাকি ম্যাচগুলোও ভালোভাবে শেষ হবে।

পকিস্তান সফর নিয়ে বোর্ড সভাপতি বলেন, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সরকার আমাদেরকে দীর্ঘ সময় পাকিস্তান ফরের অনুমতি দিচ্ছে না। আমরা স্বল্প সময়ের জন্য পাকিস্তানে তিনটি টি-২০ খেলতে চাচ্ছি। সরকারের চিঠি এখনও আমাদের হাতে আসেনি। চিঠি আসলে আমরা পিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানাবো।’



শেয়ার করুন :


আরও পড়ুন

মুজিববর্ষে বঙ্গবন্ধুর নামে জাতীয় স্কুল ক্রিকেট

মুজিববর্ষে বঙ্গবন্ধুর নামে জাতীয় স্কুল ক্রিকেট

কেন্দ্রীয় চুক্তিতে থাকতে না চেয়ে মাশরাফির অনুরোধ

কেন্দ্রীয় চুক্তিতে থাকতে না চেয়ে মাশরাফির অনুরোধ

পাকিস্তান সফরে আগের সিদ্ধান্তেই অনড় বিসিবি

পাকিস্তান সফরে আগের সিদ্ধান্তেই অনড় বিসিবি

পাকিস্তান সফরে ‌‘যেতেন’ মাশরাফি

পাকিস্তান সফরে ‌‘যেতেন’ মাশরাফি