বঙ্গবন্ধু বিপিএলে শনিবার রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ফিল্ডিংয়ে নেমে আঘাত পান মাঠ ছাড়েন ঢাকা প্লাটুন অধিনায়ক। জানা গেছে, মাশরাফির হাতে সেলাই পড়েছে ১৪টি।
খুলনা টাইগার্সের ইনিংসে একাদশতম ওভারের সময় আঘাতপ্রাপ্ত হন মাশরাফি। ওভারে মেহেদী হাসানের বলে ড্রাইভ করেছিলেন রাইলি রুশো। বল কাভার অঞ্চল দিয়ে উড়ে যাচ্ছিল, সে সময় ক্যাচ নিতে বাঁ দিকে ঝাঁপ দেন নড়াইল এক্সপ্রেস।
ক্যাচ মিস হওয়াসহ সঙ্গে আরেকবারের মতো চোটে পড়েন মাশরাফি। বাম হাতের তালুতে আঘাত পান তিনি। মাঠেই রক্ত ঝরতে দেখা যায়। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় ড্রেসিংরুমে, সেখানে থেকে হাসপাতালে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে ঢাকার প্রতিনিধি হয়ে আসা এনামুল হক জানান, মাশরাফির হাতের তালু অনেকটাই কেটে গেছে।
বিপিএলের বাকি আছে আর মাত্র ৫ দিন। ১৩ ও ১৫ জানুয়ারি হবে কোয়ালিফায়ার ও এলিমিনেটর রাউন্ডের দুই ম্যাচ। এলিমিনেটর ম্যাচে সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মখোমুখি হবে ঢাকা প্লাটুন।
শুক্রবার (১৭ জানুয়ারি) ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বঙ্গবন্ধু বিপিএলের। এর মধ্যে চোট কাটিয়ে মাশরাফির মাঠে ফেরা নিয়ে শঙ্কাও তৈরি হয়েছে।