কুমিল্লা ওয়ারিয়র্সের ইংল্যান্ডের ডেভিড মালানকে সরিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ রানের মালিক হলেন খুলনা টাইগার্সের দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো।
শনিবার টুর্নামেন্টের ৪২তম ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে ১৭ বলে ২৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠেন রুশো।
১২ ইনিংসে ৪টি হাফ-সেঞ্চুরিতে রুশোর এখন ৪৫৮। মালানের রান ৪৪৪। তিনি খেলেছেন ১১টি ইনিংস। মালান ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেন।
গত আসরেও বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রুশো। রংপুর রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৫৫৮ রান করেছিলেন তিনি।