বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ডাবল লিগ পর্বের খেলা শেষ হয়েছে। সাত দলের ডাবল লিগে মোট ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে চার দল প্লে-অফে খেলা নিশ্চিত করেছে।
প্লে-অফে চার দলের মধ্যে প্রথম কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। আর এলিমিনেটরে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা প্লাটুন।
টুর্নামেন্টের লিগ পর্ব শেষে ১২ ম্যাচে অংশ নিয়ে সমান ১৬ করে পয়েন্ট করে অর্জন করেছে খুলনা-রাজশাহী-চট্টগ্রাম। তবে রান রেটে রাজশাহী ও চট্টগ্রামের চেয়ে এগিয়ে রয়েছে খুলনা। ফলে শীর্ষস্থান দখল করেছে খুলনা।
রান রেটের হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী। তৃতীয়স্থানে চট্টগ্রাম এবং ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে ঢাকা প্লাটুন।
এখন পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল খুলনা-রাজশাহী টুর্নামেন্টের প্রথম কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে। আর এলিমিনেটরে খেলবে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল যথাক্রমে চট্টগ্রাম ও ঢাকা। একদিন বিরতি দিয়ে ১৩ জানুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফাইয়ার ও এলিমিনেটর।
এছাড়া পয়েন্ট টেবিলের ৫, ৬ ও ৭ নম্বরে থাকা তিন দলের মধ্যে পঞ্চম স্থানে থাকা কুমিল্লা ওয়ারিয়র্সের অর্জন ১২ ম্যাচে ৫ জয় ও ৭ হারে ১০ পয়েন্ট (-০.৩৩৫)। ষষ্ঠ স্থানে থাকা রংপুর রেঞ্জার্স ১২ ম্যাচে ৫ জয় ৭ হারে ১০ পয়েন্ট (-০.৮২৬)।
রংপুরের পয়েন্ট কুমিল্লার সমান হলেও রান রেটে পিছিয়ে রয়েছে। আর সর্বশেষে থাকা সিলেট থান্ডার ১২ ম্যাচে মাত্র ১ জয়ে ২ পয়েন্ট অর্জন করেছে (-০.৮২২)।
বঙ্গবন্ধু বিপিএলের পয়েন্ট টেবিল
১. খুলনা টাইগার্স : ম্যাচ ১২, জয় ৮, হার ৪, পয়েন্ট ১৬, রান রেট ০.৯১২
২. রাজশাহী রয়্যালস : ম্যাচ ১২, জয় ৮, হার ৪, পয়েন্ট ১৬, রান রেট ০.৪২
৩. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ম্যাচ ১২, জয় ৮, হার ৪, পয়েন্ট ১৬, রান রেট ০.১২৯
৪. ঢাকা প্লাটুন : ম্যাচ ১২, জয় ৭, হার ৫, পয়েন্ট ১৪, রান রেট ০.৫৭২
৫. কুমিল্লা ওয়ারিয়র্স : ম্যাচ ১২, জয় ৫, হার ৭, পয়েন্ট ১০, রান রেট -০.৩৩৫
৬. রংপুর রেঞ্জার্স : ম্যাচ ১২, জয় ৫, হার ৭, পয়েন্ট ১০, রান রেট -০.৮২৬
৭. সিলেট থান্ডার : ম্যাচ ১২, জয় ১, হার ১১, পয়েন্ট ২, রান রেট -০.৮২২।