আবারও সেঞ্চুরি বঞ্চিত মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৫ পিএম, ১০ জানুয়ারি ২০২০
আবারও সেঞ্চুরি বঞ্চিত মুশফিক

ছবি : বিসিবি

বঙ্গবন্ধু বিপিএলে আবারও সেঞ্চুরি বঞ্চিত হলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। শুক্রবার (১০ জানুয়ারি) টুর্নামেন্টের ৪০তম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ২ রানের জন্য সেঞ্চুরি পাননি তিনি।

কুমিল্লার বিপক্ষে ৫৭ বলে অপরাজিত ৯৮ রান করেন মুশফিক। চলমান বিপিএলে এর আগে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৯৬ রান করে আউট হয়েছিলেন খুলনার এ অধিনায়ক।

দলীয় ৩৩ রানে রাইলি রুশোর বিদায় নিলে শক্ত হাতে হাল ধরেন আরেক ওপেনার মেহেদী হাসান মিরাজ ও অধিনায়ক মুশফিক। মারমুখী মেজাজে ব্যাট করে ৯১ বলে অবিচ্ছিন্ন ১৬৮ রান যোগ করেন তারা। যা চলতি বিপিএলের সর্বোচ্চ রানের জুটি।

মুশফিকের সাথে রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে টান লাগে মেহেদী হাসান মিরাজের। ফলে ৪৫ বলে ৭৪ রান করা মিরাজ আর খেলতে পারেননি। তাকে দু’জনে ‍উঁচু করে মাঠের বাইরে নিয়ে যান। ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৫ বলে ৭৪ রান করেন মিরাজ। এর আগে ৩৩ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।

তবে ৩৮ বলে হাফ-সেঞ্চুরি করা মুশফিক শেষ পর্যন্ত সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়েন। তার ৫৭ বলের ইনিংসে ১২টি চার ও ৩টি ছক্কার মার রয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

দলনেতা মুশফিকের প্রশংসায় ফ্রাইলিঙ্ক

দলনেতা মুশফিকের প্রশংসায় ফ্রাইলিঙ্ক

বিপিএলে মুশফিকের অনন্য মাইলফলক

বিপিএলে মুশফিকের অনন্য মাইলফলক

মাথায় তুলবেন না, আমার অনুরোধ : মুশফিক

মাথায় তুলবেন না, আমার অনুরোধ : মুশফিক

আইপিএল নয়, বাংলাদেশের হয়ে খেলাই গর্বের : মুশফিক

আইপিএল নয়, বাংলাদেশের হয়ে খেলাই গর্বের : মুশফিক