দলনেতা মুশফিকের প্রশংসায় ফ্রাইলিঙ্ক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৮ জানুয়ারি ২০২০
দলনেতা মুশফিকের প্রশংসায় ফ্রাইলিঙ্ক

ছবি : বিসিবি

বঙ্গবন্ধু বিপিএলের ৩৭তম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে খুলনা টাইগার্সের গুরুত্বপূর্ণ জয়ে প্রধান ভূমিকা রাখেন দক্ষিণ আফ্রিকার পেসার রবি ফ্রাইলিঙ্ক। বল হাতে মাত্র ১৬ রান তিয়ে ৫ উইকেট নেওয়া ফ্রাইলিঙ্কের বোলিং নৈপুণ্যে কুমিল্লাকে ৩৪ রানে হারায় খুলনা।

দলের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত ফ্রাইলিঙ্ক। তবে দলের অধিনায়ক মুশফিকুর রহিমের প্রশংসা করতেও ভুল করেননি তিনি।

দলনেতা মুশফিকের প্রশংসা করে ফ্রাইলিঙ্ক বলেন, ‘আমি গত বছরও চিটাগাং ভাইকিংসে মুশির সাথে খেলেছি। আমি তাকে ভালোভাবে চিনি। আমি জানি তিনি কেমন খেলোয়াড়। তার জানাশোনা খুব ভালো। তার ট্যাকটিসও খুব ভালো। সে টিম টিমিংয়ে অনেক তথ্য দেয়। দলের পরিকল্পনায় সাহায্য করে। সে মাঠেও খুব শান্ত একজন। আপনি কখনো দেখবেন না মুশি মাঠে খুব বেশি আবেগী হয়ে যাচ্ছে। তার অধীনে খেলাটা সব সময় আনন্দদায়ক। এটা দারুণ উপভোগ্য।’

১৬ রানে ৫ উইকেট আজকের আগেও নিয়েছিলেন ফ্রাইলিঙ্ক। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া আসরেও একই চিত্র ছিল তার বোলিং ফিগারের। তবে বিপিএলের এটা তার কাছে সেরা কিনা জানতে চাইলে ফ্রাইলিঙ্ক বলেন, ‘আমি আগেও ১৬ রানে ৫ উইকেট নিয়েছি। এবারও দলের জয়ে অবদান রাখতে পেরেছি, ভালো লাগছে।’
sportsmail24
খুলনা টাইগার্সের ফ্রাইলিঙ্কের স্বদেশি রাইলি রুশোও ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ১০ ইনিংসে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৪১১ রান করেছেন তিনি। বিপিএলে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রুশো। ব্যাটিং ছাড়াও মাঠে রুশোর নাচ নজর কেড়েছে ক্রিকেটপ্রেমিদের।

বুধবার ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি ও কুমিল্লার সাব্বির রহমানের ক্যাচ নেওয়ার পর চিরচেনা ভঙ্গিমায় নেচেছেন রুশো। তার এ নাচের পেছনের রহস্য শোনান ফ্রাইলিঙ্ক।

তিনি বলেন, ‘রুশো আমাদের দলের জোকার। অনেক বেশি মজা করতে পারে সে। আমরা অবসরে ফিফা খেলি এবং সেখানে একজন ফুটবলার অমন উদযাপন করে। সেটি সাদিও মানের উদযাপন। মানের বড় ভক্ত রুশো। সেখান থেকেই রুশোর ওমন উদযাপন।’



শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ হাসিটাও হাসলেন মুশফিক

শেষ হাসিটাও হাসলেন মুশফিক

খুলনাকে হারিয়ে প্লে-অফে চট্টগ্রাম

খুলনাকে হারিয়ে প্লে-অফে চট্টগ্রাম

দুর্দান্ত মুশফিক, প্রশংসায় ভাসালেন দুই দলের কোচ

দুর্দান্ত মুশফিক, প্রশংসায় ভাসালেন দুই দলের কোচ

খুলনার কাছে ধরা খেল চট্টগ্রাম

খুলনার কাছে ধরা খেল চট্টগ্রাম