চলমান বঙ্গবন্ধু বিপিএলে সবচেয়ে বড় আকর্ষণ ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। টুর্নামেন্টের ৩৬তম ম্যাচে মঙ্গলবার প্রথমবারের মতো বঙ্গবন্ধু বিপিএলে খেলতে নেমেছিলেন ‘ইউনিভার্স বস’।
রাজশাহী রয়্যালসের বিপক্ষে বড় ইনিংস খেলতে পারেননি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের গেইল। তবে অল্প সময়ের জন্য হলেও ব্যাট হাতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের বিনোদন দিয়েছেন টি-টোয়েন্টির ভয়ঙ্কর এ ব্যাটসম্যান। ১০ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ২৩ রান করেন গেইল।
রাজশাহীর ছুঁড়ে দেওয়া ১৬৭ রানের টার্গেটে চট্টগ্রামের ইনিংস উদ্বোধন করেন দুই ওয়েস্ট ইন্ডিয়ান লেন্ডন সিমন্স ও গেইল। প্রথম ওভারে স্ট্রাইকে ছিলেন সিমন্স। পুরো ওভারটি খেলেন সিমন্স, নেন ১২ রান। পরের ওভারে প্রথম ৩ বল থেকে ১ রান নেন গেইল।
তৃতীয় ওভারে পুরোটাই খেলেছেন গেইল। বোলার ছিলেন স্পিনার আফিফ হোসেন। প্রথম ও তৃতীয় বলে ছক্কা মারেন গেইল। পঞ্চম বলে চার ও ষষ্ঠ ডেলিভারিতে ছক্কা হাঁকান তিনি। ফলে ওই ওভার থেকে ২২ রান নেন গেইল। ফলে ৯ বলে তার রান দাঁড়ায় ২৩।
চতুর্থ ওভারে স্ট্রাইকই পাননি গেইল। সিমন্সের বিপক্ষে ওই ওভার মেডেন পান পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান। ফলে পঞ্চম ওভারে স্ট্রাইক পান গেইল। পেসার কামরুল ইসলাম রাব্বির ডেলিভারিটি ব্যাকফুটে খেলতে গিয়ে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন গেইল।
তবে শুরুটা চমৎকার করার ইঙ্গিত দিয়েও বেশি দূর যেতে পারেননি এখন পর্যন্ত বিপিএলে ৩৯ ম্যাচে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরিতে ১৩৬১ রান করা গেইল।