বিরতিতে বঙ্গবন্ধু বিপিএল, পয়েন্ট টেবিলে কে কোথায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৯ এএম, ০৫ জানুয়ারি ২০২০
বিরতিতে বঙ্গবন্ধু বিপিএল, পয়েন্ট টেবিলে কে কোথায়

ঢাকা-চট্টগ্রাম-ঢাকা পর্বের পর এবার সিলেট পর্বও শেষ করলো বঙ্গবন্ধু বিপিএল। সবুজ ভেন্যু হিসেবে পরিচিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সিলেট পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এবার দুইদিন বিরতি দিয়ে ঢাকায় শুরু হবে বঙ্গবন্ধু বিপিএলের শেষ পর্ব।

চলমান বঙ্গবন্ধু বিপিএলের এখন পর্যন্ত ৩৪ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঢাকার প্রথম পর্বে চারদিনে ৮টি, বন্দর নগরী চট্টগ্রাম পর্বে ৬ দিনে ১২টি, ঢাকার দ্বিতীয় পর্বে চারদিনে ৮টি এবং সিলেট পর্বের ৩ দিনে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সিলেট পর্বের খেলা শেষ হওয়ায় আবারও ঢাকায় ফিরছে বঙ্গবন্ধু বিপিএল। এ পর্বের মধ্য দিয়েই পর্দা নামবে বিপিএলের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএল। দুইদিন (রোব ও সোমবার) বিরতি শেষে মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার শেষ পর্বের খেলা শুরু হবে।

ঢাকার শেষ পর্বে মোট ফাইনালসহ মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুইদিন পর পর একদিন করে বিরতি রয়েছে। এছাড়া ১৭ জানুয়ারি (শুক্রবার) ফাইনাল ম্যাচের আগের দিন বিরতি রাখা হয়েছে।

সিলেট পর্ব এবং টুর্নামেন্টের ৩৪টি ম্যাচ শেষে দুটি দল প্লে-অফে খেলা নিশ্চিত করেছে। দল দুটি হলো- ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রাজশাহী রয়্যালস এবং একই সমান ম্যাচ ও জয়ে ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে ২ নম্বরে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এছাড়া বাকি দলের মধ্যে ৯ ম্যাচে ৬ জয়ে তৃতীয় স্থানে থেকে প্লে-অফের পথে রয়েছে ঢাকা প্লাটুন। একই পথে থাকা চতুর্থ স্থানে রয়েছে ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে খুলনা টাইগার্স।

বাকি তিন দলের মধ্যে তলানিতে থাকা সিলেট থান্ডারের প্লে-অফে খেলার আশা শেষ হয়ে গেছে। তাদের পয়েন্ট ১১ ম্যাচে ১ জয়ে ২। এছাড়া পাঁচ নম্বরে থাকা কুমিল্লা ওয়ারিয়র্সের সংগ্রহ ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট এবং ৬ নম্বরে থাকা রংপুর র‌্যাঞ্জার্সে ঝুলিতে রয়েছে ১০ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট।



শেয়ার করুন :


আরও পড়ুন

মনের লুকিয়ে রাখা আক্ষেপ ঝাড়লেন মাশরাফি

মনের লুকিয়ে রাখা আক্ষেপ ঝাড়লেন মাশরাফি

বিপিএলে মুশফিকের অনন্য মাইলফলক

বিপিএলে মুশফিকের অনন্য মাইলফলক

বিপিএল নিয়ে মেহেদীর কণ্ঠে আক্ষেপ

বিপিএল নিয়ে মেহেদীর কণ্ঠে আক্ষেপ

বিপিএলের উইকেট বিশ্বমানের : মাশরাফি

বিপিএলের উইকেট বিশ্বমানের : মাশরাফি