বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্বের শেষ ও টুর্নামেন্টের ৩৪তম ম্যাচে মুখোমুখি হয়েছে পয়েন্ট টেবিলের তলানীতে থাকা স্বাগতিক সিলেট থান্ডার ও প্লে-অফের পথে থাকা রাজশাহী রয়্যালস। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে রাজশাহীকে ফিল্ডিং করার আমন্ত্রণ জানিয়েছে সিলেট।
বিপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে একটি মাত্র জয়ে ২ পয়েন্ট নিয়ে সর্ব অবস্থানে রয়েছে সিলেট থান্ডার। এর ফলে তাদের প্লে-অফে খেলার আশা শেষ হয়ে গেছে।
অন্যদিকে রাজশাহী রয়্যালস ৯ ম্যাচ খেলে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে রয়েছে। আজ জয় পেলেই প্লে-অফ নিশ্চিত করবে রাজশাহী।