বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্বে দ্বিতীয় দিনের প্রথম ও টুর্নামেন্টের ৩১তম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন ও খুলনা টাইগার্স। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সিলেটের অধিনায়ক মুশফিকুর রহীম। ফলে প্রথমে ব্যাট করছে মাশরাফির নেতৃত্বাধীন ঢাকা।
চলমান বিপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচে অংশ নিয়ে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার ৩ নম্বরে রয়েছে খুলনা টাইগার্স। অন্যদিকে ৮ ম্যাচে সমান সংখ্যক জয় নিয়ে খুলনার সমান ১০ পয়েন্ট নিয়ে তালিকার ৪ নম্বরে রয়েছে ঢাকা।
সমান পয়েন্ট নিয়ে মাঠে নামায় ম্যাচটি দু’দলের জন্য গুরুত্বপূর্ণ। ঢাকা জয় পেলে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে আরও এগিয়ে যাবে। অন্যদিকে খুলনার জন্য একই অবস্থা।
৭ ম্যাচে ১০ পয়েন্ট অর্জন করা খুলনা আজ জয় পেয়ে সবাইকে ছাড়িয়ে শীর্ষে উঠে যাবে। কারণ, পয়েন্ট টেবিলের ১ ও ২ নম্বরে থাকা রাজশাহী ও চট্টগ্রাম ৯ ম্যাচ খেলে ১২ পয়েন্ট অর্জন করেছে। সেখানে ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট অর্জন করবে খুলনা।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে সিলেটে আজকের ম্যাচটি শুরু করতে দেরি হয়েছে। দেড়টায় টস হয়ে ২টায় খেলা শুরু হওয়া কথা থাকলেও খেলা শুরু হয়েছে ২টা ৪০ মিনিটে।
ঢাকা প্লাটুন একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মোমিনুল হক, হাসান মাহমুদ, আরিফুল হক, মেহেদি হাসান, আসিফ আলি, শাহদাব খান, ফাহিম আশরাফ ও থিসারা পেসেরা।
খুলনা টাইগার্স একাদশ
মুশফিকুর রহিম (অধিনায়ক), রিলি রৌসু, রবি ফ্রাইলিঙ্ক, শামসুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজিবুল্লাহ জাদরান. আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির, শহিদুল ইসলাম ও তানভীর ইসলাম।