সিলেটকে হারিয়ে রংপুরই হাসলো জয়ের হাসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৯
সিলেটকে হারিয়ে রংপুরই হাসলো জয়ের হাসি

ছবি : বিসিবি

দু’দলই মাত্র একটি করে জয় পেয়েছিল। তবে তাদের মধ্যে মুখোমুখিতে কে হাসবে জয়ের হাসি, সেটা নিয়ে ছিল প্রশ্ন। পেসার মোস্তাফিজের বোলিং ও দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্টের ব্যাটিং নৈপুণ্যে সিলেট থান্ডারের হাসি কেড়ে নিয়ে হাসলো রংপুর রেঞ্জার্স।

সোমবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু বিপিএলের ২৫তম ম্যাচে সিলেট থান্ডারকে ৭ উইকেটে হারিয়েছে রংপুর রেঞ্জার্স। প্রথমে ব্যাট করে মোহাম্মদ মিঠুনের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রানের সংগ্রহ পায় সিলেট। ১০ রানে ৩ উইকেট নিয়ে সিলেটকে বড় স্কোর করতে দেননি রংপুরের মোস্তাফিজ। তবে তিন নম্বরে ব্যাট হাতে নেমে ৬২ রান করেন মিঠুন। জবাবে ডেলপোর্টের ২৮ বলে ৬৩ রানের সুবাদে ১৬ বল বাকি রেখেই জয়ের স্বাদ নেয় রংপুর।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় রংপুর রেঞ্জার্স। দুই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লস দলকে ভালো শুরু এনে দিতে পারেননি। স্পিনার আরাফাত সানির বলে ছক্কা মারতে গিয়ে ইনিংসের দ্বিতীয় বলেই ক্যাচ দিয়ে শূন্য রানে আউট হন এবারের আসরের প্রথম সেঞ্চুরিয়ান।

ছক্কা দিয়ে ইনিংস শুরু করেছিলেন চার্লস। কিন্তু ৯ রানে চার্লস পেসার মুকিদুল ইসলামের বলে আউট হলে দলীয় ১৬ রানে দুই ওপেনারকে হারায় সিলেট। এরপর দলের হাল ধরে বড় জুটি গড়েন মিঠুন ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন। দেখেশুনে খেলে জুটিতে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তারা। তবে দলীয় ৭৩ রানে মোসাদ্দেক রান আউট হলে মিঠুনের সাথে জমে ওঠা জুটিটি বিচ্ছিন্ন হয়। ২৩ বলে ১৫ রান করেন মোসাদ্দেক। ৪৯ বলে ৫৭ রানের জুটি গড়েন তারা।

অধিনায়কের বিদায়ের পরপরই ৩৪ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মিঠুন। অর্ধশতকের স্বাদ নিয়ে নিজের ইনিংস বড় করছিলেন মিঠুন। কিন্তু ৬২ রানে মোস্তাফিজের বলে আরাফাত সানিকে ক্যাচ দিয়ে আউট হন মিঠুন। ৪৭ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা মারেন মিঠুন।

মিঠুনের পর আর কেউই বড় ইনিংস খেলতে না পারায় সংগ্রহটাও বড়সড় করতে পারেনি সিলেট। তবে ওয়েস্ট ইন্ডিজের শেরফেইন রাদারফোর্ডের ৯ বলে ২টি চার ও ১টি ছক্কায় ১৬ রানের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রানের সম্মানজনক সংগ্রহ পায় সিলেট। ৪ ওভারে ১০ রানে ৩ উইকেট নেন মোস্তাফিজ।

জয়ের জন্য ১৩৪ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই অধিনায়ককে হারায় রংপুর। অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় ও রংপুরের অধিনায়ক শেন ওয়াটসন ১ রান করে সিলেটের পেসার এবাদত হোসেনের ইর্য়কারে বোল্ড হন।

এরপর দলের জয়ে ভিত গড়ে দেন আরেক ওপেনার মোহাম্মদ নাইম ও ডেলপোর্ট। ৬৩ বলে ৯৯ রানের জুটি গড়েন তারা। এর মধ্যে ২৮ বলে ৬৩ রান ছিল ডেলপোর্টের। ২৪ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করা ডেলপোর্ট থেমে যান ৬৩ রানেই।

১৩তম ওভারে দলীয় ১০৪ রানে ডেলপোর্টকে আউট করেন আফগানিস্তানের পেসার নবীন উল হক। পরের ওভারে আবারও রংপুর শিবিরে আঘাত হানেন নবীন। এবার ইংল্যান্ডের লুইস গ্রেগরিকে ৪ রানে থামিয়ে দেন তিনি। ফলে ৮ রানেই ২ উইকেট হারায় রংপুর।

তবে আফগানিস্তানের ও রংপুরের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন নাঈম। চতুর্থ উইকেটে ১৭ বলে অবিচ্ছিন্ন ২২ রান করেন তারা। ২টি করে চার-ছক্কায় ৫০ বলে ৩৮ রানে অপরাজিত নাঈম। ১২ বলে ২টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ১৮ রান করেন নবী। সিলেটের নবীন ১৩ রানে ২ উইকেট নেন।

এ ম্যাচের আগে এবারের আসরে একটি জয় ছিল সিলেট ও রংপুরের। পয়েন্ট টেবিলের তলানিতেই ছিল দু’দল। দ্বিতীয় জয়ের জন্য মরিয়া ছিল সিলেট ও রংপুর। অবশেষে সপ্তম ম্যাচে দ্বিতীয় জয়ের স্বাদ নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহে রেখে ষষ্ঠস্থানে উঠলো রংপুর। অন্যদিকে ৮ ম্যাচে ১ জয় ও ৭ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম ও শেষ দল সিলেট।

সংক্ষিপ্ত স্কোর
সিলেট থান্ডার : ১৩৩/৯, ২০ ওভার (মিঠুন ৬২, রাদারফোর্ড ১৬, মোস্তাফিজ ৩/১০)
রংপুর রেঞ্জার্স : ১৩৪/৩, ১৭.২ ওভার (ডেলপোর্ট ৬৩, নাঈম ৩৮*, নাভিন ২/১৩)।

ফল : রংপুর রেঞ্জার্স ৭ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : মোস্তাফিজুর রহমান (রংপুর রেঞ্জার্স)।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএল খেলতে আসছেন হাশিম আমলা

বিপিএল খেলতে আসছেন হাশিম আমলা

টি-টোয়েন্টি ক্রিকেটে আন্দ্রে রাসেলের ৪শ’ ছক্কা

টি-টোয়েন্টি ক্রিকেটে আন্দ্রে রাসেলের ৪শ’ ছক্কা

মাহমুদউল্লাহকে নিয়ে সুখবর দিলেন কোচ নিক্সন

মাহমুদউল্লাহকে নিয়ে সুখবর দিলেন কোচ নিক্সন

সাকিবকে পেছনে ফেলে শীর্ষ পাঁচে সাব্বির

সাকিবকে পেছনে ফেলে শীর্ষ পাঁচে সাব্বির