সাকিবকে পেছনে ফেলে শীর্ষ পাঁচে সাব্বির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৬ এএম, ২৯ ডিসেম্বর ২০১৯
সাকিবকে পেছনে ফেলে শীর্ষ পাঁচে সাব্বির

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে রান বিবেচনায় দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পেছনে ফেললেন হার্ড-হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। বিপিএলে সাব্বিরের রান সংখ্যা ১৫০৪।

শনিবার (২৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু বিপিএলের ২৩তম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ২৩ বলে ২৫ রান করেন কুমিল্লা ওয়ারিয়র্সের সাব্বির। এ ইনিংস দিয়ে বিপিএলে সাকিবকে টপকে সর্বোচ্চ রান তালিকার পঞ্চমস্থানে ওঠে গেছেন সাব্বির। ৮১ ম্যাচের ৭৩ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরিতে এখন ১৫০৪ রান সাব্বিরের।

জুয়ারির তথ্য গোপন করায় সবধরনের ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ আছেন সাকিব। তাই এবারের বঙ্গবন্ধু বিপিএলে খেলতে পারছেন না তিনি। ফলে বিপিএলের ইতিহাসে সাকিবের রান ও উইকেট থমকে আছে। বিপিএলে ৭৬ ম্যাচের ৭৫ ইনিংসে ৫টি হাফ-সেঞ্চুরিতে ১৪৮৩ রান করেছেন সাকিব।

বিপিএলে শীর্ষ পাঁচ ব্যাটসম্যান (বঙ্গবন্ধু বিপিএলের ২৩তম ম্যাচ শেষে)
১. তামিম ইকবাল : ম্যাচ ৬৪, ইনিংস ৬৩, রান ২০৫০, গড় ৩৬.৬০
.মুশফিকুর রহিম : ম্যাচ ৭৭, ইনিংস ৭৩, রান ১৯৯৬, গড় ৩৪.৪১
৩. মাহমুদউল্লাহ রিয়াদ : ম্যাচ ৭৮, ইনিংস ৭৪, রান ১৬৯৫, গড় ২৫.৬৮
৪. ইমরুল কায়েস : ম্যাচ ৭৬, ইনিংস ৭৫, রান ১৬২১, গড় ২৪.১৯
৫. সাব্বির রহমান : ম্যাচ ৮১, ইনিংস ৭৩, রান ১৫০৪, গড় ২২.৪৪।



শেয়ার করুন :


আরও পড়ুন

মনের লুকিয়ে রাখা আক্ষেপ ঝাড়লেন মাশরাফি

মনের লুকিয়ে রাখা আক্ষেপ ঝাড়লেন মাশরাফি

চার বছর পর বিপিএলে সৌম্যর ফিফটি

চার বছর পর বিপিএলে সৌম্যর ফিফটি

আফিফ-লিটনের প্রশংসা করলেন কোচ ওয়াইজ শাহ

আফিফ-লিটনের প্রশংসা করলেন কোচ ওয়াইজ শাহ

বিপিএল নিয়ে মেহেদীর কণ্ঠে আক্ষেপ

বিপিএল নিয়ে মেহেদীর কণ্ঠে আক্ষেপ