চার বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিফটি করলেন টাইগারদের বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকার। শনিবার বিপিএলের ২৩তম ম্যাচে রাজশাহীর বিপক্ষে ৪৮ বলে অপরাজিত ৮৮ রান করেন সৌম্য। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও।
বিপিএলের ২০১৫ সালের আসরে ১২ ম্যাচ খেলে সর্বোচ্চ ৫৮ রানের একটি ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার। বিপিএলে সেটাই ছিল তার একমাত্র ফিফটি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অর্ধশত ম্যাচ খেলার পথে রয়েছেন টাইগারদের এ মারকুটে ব্যাটসম্যান। অথচ জাতীয় দলের জার্সি গায়ে তার ফিফটি রয়েছে মাত্র একটি।
২০১২ সাল থেকে বিপিএলে খেলছেন সৌম্য সরকার। মোট সাত আসরে (চলতি আসরসহ) সৌম্য ফিফটি পেলেন মাত্র দুটি। এর মধ্যে শনিবার (২৮ ডিসেম্বের) বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ৮৮ রানের ইনিংস খেললেন। তবে নিজের সর্বোচ্চ ইনিংস খেলা ম্যাচেও দলকে জেতাতে পারেননি সাতক্ষীরার এ টাইগার অলরাউন্ডার।
Soumya Sarkar played career best innings in T-20 cricket, 48 balls 88* Run.. @BCBtigers @OfficialBPL pic.twitter.com/2kuXGj7zu1
— Sportsmail24.com (@sportsmail24) December 28, 2019
রাজশাহী রয়্যালসের বিপক্ষে করা ৪৮ বলে অপরাজিত ৮৮ রানের মধ্যে ৫টি চার ও ৬টি ছক্কার মার রয়েছে। চার বছর আগে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৫৬ বলে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র ফিফটি ছিল ২০১৮ সালে। ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ৩২ বলে ৫১ রান করেছিলেন সৌম্য সরকার।