বঙ্গবন্ধু বিপিএলের ২১তম ম্যাচে শুক্রবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৬ উইকেটে হেরে গেছে মাশরাফি বিন মর্তুজার দল ঢাকা প্লাটুন। ম্যাচ শেষে নিজ দলের হারের কারণ ব্যাখাসহ মনের মধ্যে লুকিয়ে থাকা আক্ষেপও ঝাড়লেন মাশরাফি।
চট্টগ্রামের বিপক্ষে ব্যাট হাতে ১২ বলে অপরাজিত ১৭ রান করেছেন মাশরাফি। এরপর বল হাতে ৪ ওভারে ১৪ রানে ১ উইকেটও নেন তিনি। পরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি।
সংবাদ সম্মেলনে ‘আপনার (মাশরাফি) কাছে দলের প্রত্যাশা কি?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘শুধু আমার কাছে কেন, সবার কাছেই সমান আশা থাকে দলের। তবে আমি তো প্রায় অবিক্রীতই (বিপিএল নিলামে) থাকি। আমার কাছে আশা করেই-বা কি হবে। আশা করলে তো সবার আগেই বিক্রি হয়ে যাওয়ার কথা।’
মাশরাফির এমন কথার কারণ হলো- বঙ্গবন্ধু বিপিএলের নিলামে প্রথম দফায় ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা মাশরাফিকে কোন দলই কেনেনি। পরে দলের অষ্টম খেলোয়াড় হিসেবে মাশরাফিকে কিনে নেয় ঢাকা প্লাটুন।
ইমরুলকে আম্পায়ার আউট দিলেও ব্যাট করার কারণ ব্যাখ্যা করে মাশরাফি বলেন, ‘নিয়মানুযায়ী ফিল্ডিং দল চাইলে ওটা আউট নিতে পারে। থার্ড আম্পায়ার সেটা আউট দিতে বাধ্যও ছিলেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমরা সিনিয়ররা ওখানে ছিলাম। আমি-তামিম ছিলাম তাই সেই আউটটা নিলে ভালো দেখাত না। যদিও এ জন্য ইমরুল আমাকে ধন্যবাদ দেয়নি!’
শুক্রবার ম্যাচ চলাকালীন স্ট্রাইকিং প্রান্ত থেকে বেরিয়ে ব্যাট দিয়ে উইকেটে বাড়ি দিচ্ছিলেন। আর তখনই মমিনুল হকের থ্রোতে রান আউট হন ইমরুল। ঢাকার ফিল্ডারদের আবেদনে আম্পায়ার আউট দিতেও বাধ্য হন।
তবে ঢাকার অধিনায়ক মাশরাফি প্রতিপক্ষ ব্যাটসম্যান ইমরুলকে ক্রিজেই থাকতে বলেন। পরে ব্যাট হাতে ৫৩ বলে ৫৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন ইমরুল।