ওয়াটসনেও জয় পেল না রংপুর র‌্যাঞ্জার্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৯
ওয়াটসনেও জয় পেল না রংপুর র‌্যাঞ্জার্স

ছবি : বিসিবি

বঙ্গবন্ধু ‍বিপিএলে রংপুর র‌্যাঞ্জার্সের কাছে জয় যেন সোনার হরিণ হয়ে গেছে। পাঁচ ম্যাচে মাত্র ১ জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা রংপুর নিজেদের ষষ্ঠ ম্যাচেও খুলনার কাছে হারলো। যদিও এ ম্যাচে অস্ট্রেলিয়ার তারকা অল-রাউন্ডার শেন ওয়াটসনকেও খেলানো হয়।

এদিকে টানা দুই ম্যাচ হারের পর মুশফিকুর রহিম ও শহিদুল ইসলামের নৈপুণ্যে বিপিএলে জয়ের ধারায় ফিরলো খুলনা টাইগার্স। ঢাকার দ্বিতীয় পর্বে প্রথম দিনের দ্বিতীয় ও টুর্নামেন্টের ২২তম ম্যাচে রংপুর রেঞ্জার্সকে ৫২ রানে হারিয়েছে খুলনা টাইগার্স।

ব্যাট হাতে অধিনায়ক মুশফিক ৪৮ বলে ৫৯ রান ও বল হাতে শহিদুল ২৩ রানে ৪ উইকেট নেন।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় রংপুর। ব্যাট হাতে নেমে ভালো শুরু করতে পারেনি খুলনা। ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা।

মেহেদী হাসান মিরাজ ১২, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো শূন্য ও শামসুর রহমান ১৩ রান করে ফিরেন। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত ভালো শুরুর পরও ২২ বলে ৩০ রান করে আউট হন।

দলীয় ৮৪ রানে শান্তর বিদায়ের পর পঞ্চম উইকেটে আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে ৮২ রানের জুটি গড়েন মুশফিক। মারমুখী মেজাজে থাকা জাদরান ৬টি চার ও ১টি ছক্কায় ২৬ বলে ৪১ রান করে আউট হন। তবে এক প্রান্ত আগলে হাফ-সেঞ্চুরি তুলে শেষ ওভারে আউট হন মুশফিক।

৪৮ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫৯ রান করেন মুশফিক। ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রানের বড় সংগ্রহ পায় খুলনা। রংপুরের মোস্তাফিজ ২৮ রানে ৩ উইকেট নেন।

জবাবে জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু হয়নি রংপুরেরও। ৪২ রানে ৩ উইকেট হারায় তারাও। খুলনার বোলারদের তোপে রংপুরের পরের দিকের ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেনি। ওপেনিং নেমে অধিনায়ক শেন ওয়াটসন ১০ বলে ১ চারে ৫ রান করে আউট হন।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রান পর্যন্ত যেতে পারে রংপুর। দলের পক্ষে আগের ম্যাচের হিরো লুইস গ্রেগরি সর্বোচ্চ ৩৪ রান করেন। এছাড়া শেষ ব্যাটসম্যান মোস্তাফিজুর রহমান ১১ বলে অপরাজিত ২১ ও ওপেনার মোহাম্মদ নাঈম ২০ রান করেন। খুলনার শহিদুল ২৩ রানে ৪ উইকেট নেন।

এদিকে এ জয়ে ৬ খেলায় ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট হলো খুলনার। আর সমানসংখ্যক ম্যাচে ১ জয় ও ৫ হারে ২ পয়েন্টই থাকলো রংপুরের।

সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইগার্স : ১৮২/৭, ২০ ওভার (মুশফিক ৫৯, জাদরান ৪১, মোস্তাফিজ ৩/২৮)
রংপুর রেঞ্জার্স : ১৩০/৯, ২০ ওভার (গ্রেগরি ৩৪, মোস্তাফিজ ২১*, শহিদুল ৪/২৩)।

ফল : খুলনা টাইগার্স ৫২ রানে জয়ী
ম্যাচ সেরা : শহিদুল ইসলাম (খুলনা টাইগার্স)।



শেয়ার করুন :


আরও পড়ুন

ইমরুল নৈপুণ্যে শেষ চারের আরও কাছে চট্টগ্রাম

ইমরুল নৈপুণ্যে শেষ চারের আরও কাছে চট্টগ্রাম

বিপিএল ইতিহাসে প্রথম তামিম ইকবাল

বিপিএল ইতিহাসে প্রথম তামিম ইকবাল

চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলে সর্বোচ্চ রান মালানের

চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলে সর্বোচ্চ রান মালানের

আফিফ-লিটনের প্রশংসা করলেন কোচ ওয়াইজ শাহ

আফিফ-লিটনের প্রশংসা করলেন কোচ ওয়াইজ শাহ