বঙ্গবন্ধু বিপিএলের ঢাকার দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) ঢাকার ফেরার দিনে প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে টস জিতেছে চট্টগ্রাস চ্যালেঞ্জার্স। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ২টায়।
ঢাকার বিপক্ষে জয় তুলে নিয়ে প্লে-অফের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য চট্টগ্রামের। অপরদিকে প্রথম পর্বে চট্টগ্রামের কাছে হারের পর এবার প্রতিশোধ নিতে মরিয়া ঢাকা।
ঢাকার প্রথম পর্বে তিন ম্যাচের মধ্যে দু’টিতে জয় পেয়েছে চট্টগ্রাম। এরপর নিজেদের মাঠে চট্টগ্রামে প্রথম তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে মাহমুদউল্লাহ-ইমরুলরা। তবে শেষ ম্যাচে রংপুর রেঞ্জার্সের কাছে ৬ উইকেটে হেরে গেছে চট্টগ্রাম। চট্টগ্রামের অন্য হারটি ঢাকা পর্বে খুলনা টাইগার্সের কাছে।
অন্যদিকে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ঢাকা পর্বের শেষ দু’ম্যাচে ঠিকই জয় তুলে নেয় স্বাগতিকরা। চট্টগ্রাম পর্বের শুরুতে আবারও হারের স্বাদ নেয় ঢাকা প্লাটুন। পরে অবশ্য চট্টগ্রামে নিজেদের শেষ দু’ম্যাচে ঠিকই জয় তুলে নেয় ঢাকা। কুমিল্লা ওয়ারিয়র্সকে ৫ ও সিলেট থান্ডারকে ৮ উইকেটে হারায় ঢাকা।
৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে রয়েছে ঢাকা। তবে ৭ ম্যাচে ৫টি জয় ও ২টি হারে ১০ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম। এতে প্লে-অফের পথে বেশ ভালোভাবেই রয়েছে তারা।