ঢাকাকে হারিয়ে প্লে-অফের লক্ষ্য চট্টগ্রামের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০০ এএম, ২৭ ডিসেম্বর ২০১৯
ঢাকাকে হারিয়ে প্লে-অফের লক্ষ্য চট্টগ্রামের

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে তামিম-ইমরুলরা, ছবি- বিসিবি

চট্টগ্রাম পর্ব শেষে ঢাকার দ্বিতীয় পর্বে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ঢাকা প্লাটুন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

ঢাকার বিপক্ষে জয় তুলে নিয়ে প্লে-অফের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য চট্টগ্রামের। অপরদিকে প্রথম পর্বে চট্টগ্রামের কাছে হারের পর এবার প্রতিশোধ নিতে মরিয়া ঢাকা।

ঢাকার প্রথম পর্বে তিন ম্যাচের মধ্যে দু’টিতে জয় পেয়েছে চট্টগ্রাম। এরপর নিজেদের মাঠে চট্টগ্রামে প্রথম তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে মাহমুদউল্লাহ-ইমরুলরা। তবে শেষ ম্যাচে রংপুর রেঞ্জার্সের কাছে ৬ উইকেটে হেরে গেছে চট্টগ্রাম। চট্টগ্রামের অন্য হারটি ঢাকা পর্বে খুলনা টাইগার্সের কাছে।

চট্টগ্রাম পর্বে সিলেট থান্ডার (২ বার)-রংপুর রেঞ্জার্স-ঢাকা প্লাটুন ও কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে জয় পায় বন্দর নগরীর দলটি। ফলে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৫টি জয় ও ২টি হারে ১০ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম। এতে প্লে-অফের পথে বেশ ভালোভাবেই রয়েছে তারা।

দু’টি ম্যাচে জয় পেলে প্লে-অফ পুরোপুরিভাবে নিশ্চিত হবে চট্টগ্রাম। তবে একটি জিতলেও অন্যান্য দলের হার/জিতেও প্লে-অফের সুযোগ হবে চট্টগ্রামের। তবে আজকরে ম্যাচে ঢাকার বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছেন না চট্টগ্রামের ভারপ্রাপ্ত অধিনায়ক ইমরুল কায়েস।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য জয়। এ ম্যাচে জিতলে আমরা ৬টিতে জিতব। ফলে প্লে-অফের আরও কাছে পৌঁছে যাব। ঢাকার বিপক্ষে ম্যাচের পর, আমাদের চারটি ম্যাচ থাকবে। তাই পরবর্তীতে আমরা নতুন পরিকল্পনা করব। এখন আমাদের প্রথম লক্ষ্য ঢাকার বিপক্ষে জয়।’

চট্টগ্রামের মত ঢাকাতেও একই উইকেট আশা করছেন ইমরুল। তবে ঢাকার প্রথম পর্বেও উইকেট ভালো ছিল উল্লেখ করে ইমরুল বলেন, ‘ঢাকার প্রথম পর্বে উইকেট বেশ ভালো ছিল। আশা করি, এ পর্বে আরও বেটার উইকেট থাকবে। কারণ শের-ই-বাংলার পিচগুলো একটা বড় সময় বিশ্রাম পেয়েছে। মনে হয় উইকেট আগের মত থাকবে। আগের মত থাকলেই ভালো। তখন আমরা খেলে স্বাচ্ছন্দ্যবোধ করব। আমাদের খেলা সহজ হবে। ব্যাটসম্যানরা ভালো খেলতে পারবে। বোলাররাও স্বস্তিতে খেলবে। তাতে করে দর্শকরাও ভালো ক্রিকেট দেখতে পারবে। আমার আশা, আগের থেকে আরও ভালো উইকেট হবে।’

নিজের পারফরমেন্স নিয়ে ইমরুল বলেন, ‘আমি চেষ্টা করছি দলের চাওয়া অনুযায়ী খেলার। এখন আমার রান কত হলো এটা বড় কিছু না। টুর্নামেন্টে শেষে কে কত রান করেছে সেটা বড় হয়ে দেখা যেতে পারে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। ভারত সিরিজে ভালো ক্রিকেট খেলিনি এটা মানতেই হবে। ভারতের পার্টটা ওখানেই শেষ। ওটা নিয়ে চিন্তা করলে পিছিয়ে যেতে হবে। আমি ওটা নিয়ে মোটেও ভাবছি না।’

এদিকে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ঢাকা পর্বের শেষ দু’ম্যাচে ঠিকই জয় তুলে নেয় স্বাগতিকরা। তবে চট্টগ্রাম পর্বের শুরুতে আবারও হারের স্বাদ নেয় ঢাকা প্লাটুন। পরে অবশ্য চট্টগ্রামে নিজেদের শেষ দু’ম্যাচে ঠিকই জয় তুলে নেয় ঢাকা। কুমিল্লা ওয়ারিয়র্সকে ৫ ও সিলেট থান্ডারকে ৮ উইকেটে হারায় ঢাকা।

শেষ দুই ম্যাচে চমক দেখিয়েছেন ঢাকার স্পিনার মেহেদী হাসান। পিঞ্চ হিটার হিসেবে নেমে ৫৯ ও ৫৬ রান করেন তিনি। বল হাতে কম যাননি তিনি। ৯ রানে ২ ও ৩৩ রানে ১ উইকেট নিয়েছিলেন মেহেদী।

চট্টগ্রামের মাটিতে স্বাগতিকদের কাছে ১৬ রানে হারে মাশরাফির ঢাকা। চট্টগ্রামের ৪ উইকেটে ২২১ রানের জবাবে ২০৫ রান করে ম্যাচ হারে ঢাকা। ফলে মিরপুরে এবার ঢাকার লক্ষ্য চট্টগ্রামের বিপক্ষে জয়। হারের প্রতিশোধও নেয়া।

ঢাকার পক্ষে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। জ্বরের কারণে চট্টগ্রাম পর্বে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। ৫ ম্যাচে ২টি হাফ-সেঞ্চুরিতে ২০৪ রান করেছেন তামিম।

৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে রয়েছে ঢাকা।



শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকার দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধু বিপিএল

ঢাকার দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধু বিপিএল

পাকিস্তানে টেস্ট খেলবে না বাংলাদেশ, টি-টোয়েন্টি নিয়েও প্রশ্ন

পাকিস্তানে টেস্ট খেলবে না বাংলাদেশ, টি-টোয়েন্টি নিয়েও প্রশ্ন

চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলে সর্বোচ্চ রান মালানের

চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলে সর্বোচ্চ রান মালানের

বিপিএলে চট্টগ্রামের পর্বে ছিল রানের বন্যা

বিপিএলে চট্টগ্রামের পর্বে ছিল রানের বন্যা