প্রথম ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে দুই হাজার রানের রেকর্ড স্পর্শ করেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবার সিলেট থান্ডারের বিপক্ষে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলার পথে বিপিএলের ইতিহাসে দু’হাজার রান পূর্ণ করেন তিনি।
বিপিএলের ইতিহাসে এখন পর্যন্ত ৬৩ ম্যাচের ৬২ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরিতে ২০২৯ রান করেছেন তামিম ইকবাল। সবচেয়ে বেশি রানের দিক দিয়ে তামিমের পরই আছেন মুশফিকুর রহিম।
মুশফিকুর রহিম ৭৬ ম্যাচের ৭২ ইনিংসে ১২টি হাফ-সেঞ্চুরিতে ১৯৩৭ রান করেছেন। অর্থাৎ তামিমের পর বিপিএলের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দু’হাজার রান করতে মুশফিরে প্রয়োজন আর মাত্র ৬৩ রান।
চলমান বঙ্গবন্ধু বিপিএলে মুশফিকুর রহিমও দুই হাজার রানের ক্লাবে যুক্ত হবেন বলে ধরে নেওয়াই যায়। কারণ, চলমান বিপিএলে দারুণ ফর্মেই রয়েছেন মুশফিক। একটি অপরাজিত ৯৬ রানের ইনিংসও খেলেছেন তিনি।
বিপিএলে রান করা শীর্ষ পাঁচ ব্যাটসম্যান
১. তামিম ইকবাল : ম্যাচ ৬৩, ইনিংস ৬২, রান ২০২৯, গড় ৩৬.৩৯
২. মুশফিকুর রহিম : ম্যাচ ৭৬, ইনিংস ৭২, রান ১৯৩৭, গড় ৩৩.৯৮
৩. মাহমুদউল্লাহ রিয়াদ : ম্যাচ ৭৮, ইনিংস ৭৪, রান ১৬৯৫, গড় ২৫.৬৮
৪. ইমরুল কায়েস : ম্যাচ ৭৫, ইনিংস ৭৪, রান ১৫৬৭, গড় ২৩.৩৮
৫. সাকিব আল হাসান : ম্যাচ ৭৬, ইনিংস ৭৫, রান ১৪৮৩, গড় ২৫.১৩।