বঙ্গবন্ধু বিপিএলে খেলতে ৫ জানুয়ারি (রোববার) ঢাকা আসছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। বিপিএলের চলমান আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন তিনি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যানেজার ফাহিম মুনতাসির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আগামী ৫ জানুয়ারি ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেবেন ক্রিস গেইল। ৭ জানুয়ারি রাজশাহী রয়্যালসের বিপক্ষে খেলবেন তিনি।’
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে নাম দেখে অবাকই হয়েছিলেন টি-২০ ক্রিকেটের বিধ্বংসী ব্যাটসম্যান গেইল। ফলে বিশেষ বঙ্গবন্ধু বিপিএলে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে পরবর্তীতে গেইলের সাথে আলাপ-আলোচনা করে বিষয়টি মিমাংসা করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ ওই সময় জানায় বিপিএলের শেষ দিকে খেলবেন গেইল। তবে নির্দিষ্ট কোন তারিখ জানানো হয়নি। অবশেষে জানা গেল গেইলের অংশগ্রহণের নির্দিষ্ট তারিখ।
বঙ্গবন্ধু বিপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দুর্দান্ত পারফরমেন্স করেছে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বিপিএলের শীর্ষে চট্টগ্রাম। নিজেদের মাঠে পরপর দু’ম্যাচে দু’শতাধিক রানও করে তারা।
চলতি বিপিএলে সর্বোচ্চ ও বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানও করে বন্দর নগরীর দলটি। এখন গেইল দলের সঙ্গে যোগ দিলে বাড়তি শক্তি পাবে দলটি।