আফিফ-লিটনের প্রশংসা করলেন কোচ ওয়াইজ শাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫১ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯
আফিফ-লিটনের প্রশংসা করলেন কোচ ওয়াইজ শাহ

বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রামের ১৮তম ম্যাচে খুলনা টাইগার্সকে ৭ উইকেটে হারায় রাজশাহী রয়্যালস। রাজশাহীর জয়ের নায়ক ছিলেন অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। তবে দলের জয়ে অবদান ছিল ওপেনার লিটন দাস ও আফিফ হোসেনের।

দলকে ৫৩ বলে ৭৫ রানের সূচনা এনে দিয়েছিলেন তারা। লিটন ৪৪ বলে ৫৮ এবং আফিফ ১৮ বলে ২২ রান করেন।এছাড়া বল হাতে ১টি উইকেটও নেন আফিফ। পরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন-আফিফের প্রশংসা করেন রাজশাহীর বিদেশি কোচ ইংল্যান্ডের ওয়াইজ শাহ।

লিটন প্রসঙ্গে শাহ বলেন, ‘সে খুব ভালো ও মেধাবী ব্যাটসম্যান। সে জানে, ম্যাচে তার কী কাজ করতে হবে। সে খুব ধীর স্থির ও কঠোর পরিশ্রম করে। তবে আরও কিছু রান করে, ৭০ করে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লে বেশি খুশি হতাম। পরিস্থিতির বুঝে নিজের সেরাটা খেলেছে সে। আমি খুব খুশি হব, যদি সে বাংলাদেশ জাতীয় দলে এ ধারাবাহিকতা ধরে রাখতে পারে।’

আফিফের প্রশংসা করে শাহ বলেন, ‘আফিফ একজন তরুণ মেধাবী খেলোয়াড়। সে বল-ব্যাট করতে পারে, ফিল্ডিংও ভালো পারে। তাকে ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আরও ভালো পারফরমেন্স করতে হবে তাকে। তার কাছ থেকে বড় রান চাই। লিটনের সাথে বড় জুটি করেছে সে। ব্যাট হাতে বড় রানও করতে হবে আফিফকে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

নাসিরের বলে সবচেয়ে বেশি রান

নাসিরের বলে সবচেয়ে বেশি রান

বিপিএলের উইকেট বিশ্বমানের : মাশরাফি

বিপিএলের উইকেট বিশ্বমানের : মাশরাফি

বিপিএল নিয়ে মেহেদীর কণ্ঠে আক্ষেপ

বিপিএল নিয়ে মেহেদীর কণ্ঠে আক্ষেপ

পেসারদের মধ্যে একটা চ্যালেঞ্জ কাজ করছে : হাসান

পেসারদের মধ্যে একটা চ্যালেঞ্জ কাজ করছে : হাসান