চট্টগ্রামের শেষ ম্যাচে রাজশাহীর জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৯
চট্টগ্রামের শেষ ম্যাচে রাজশাহীর জয়

ছবি : বিসিবি

ডেভিড মালানের সেঞ্চুরি ম্লান করে আফিফ হোসেনের ব্যাটিং নৈপুণ্যে জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করলো রাজশাহী রয়্যালস। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু বিপিএলের ২০তম ম্যাচে কুমিল্লাকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী। মালান ৫৪ বলে ১০০ রান করেন। অন্যদিকে ৫৩ বলে ৭৬ রান করেন আফিফ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে রাজশাহী। ব্যাট হাতে ভালো শুরু না হলেও ইংল্যান্ডের ডেভিড মালানের সেঞ্চুরিতে ২০ ওভারে ৮ উইকেটে ১৭০ রানের বড় সংগ্রহই পায় কুমিল্লা। ৫৪ বলে সেঞ্চুরি করেন মালান।

শেষ পর্যন্ত ৯টি চার ও ৫টি ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন মালান। এবারের আসরে দ্বিতীয় সেঞ্চুরি এটি। তবে মালানের প্রথম। বিপিএলের প্রথম সেঞ্চুরি করেছেন সিলেট থান্ডারের ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার।

মালানকে ভালোভাবে কেউই সঙ্গ দিতে পারেননি। মালানের পর দ্বিতীয় সর্বোচ্চ রান করেন সৌম্য সরকার, ২২ বলে ২০ রান। এছাড়া অধিনায়ক দাসুন শানাকা ১১ ও ভানুকা রাজাপাকসে ১০ রান করেন। রাজশাহীর আন্দ্রে রাসেল-মোহাম্মদ ইরফান-আবু জায়েদ ২ উইকেট নেন।

জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্যে আজও দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। ৭ ওভারে ৬০ রান যোগ করেন তারা। এর মধ্যে ১৯ বলে ২টি করে চার-ছক্কায় ২৭ রান করেন লিটন। এরপর উইকেটে গিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি পাকিস্তানের শোয়েব মালিক। ৫ বলে ১ রান করে ফিরেন তিনি।

তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন আফিফ হোসেন ও ইংল্যান্ডের রবি বোপারা। ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি তুলে নেন আফিফ। ৮টি চার ও ২টি ছক্কায় ৫৩ বলে ৭৬ রান করে তিনি।

আফিফের বিদায়ের সময় ২৯ বলে ৩৯ রান দরকার ছিল রাজশাহীর। দলের বাকি প্রয়োজন মিটিয়েছেন বোপারা ও অধিনায়ক রাসেল। বোপারা ৪টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে অপরাজিত ৪১ ও রাসেল ৩টি চার ও ১টি ছক্কায় ৭ বলে অপরাজিত ২০ রান করেন। কুমিল্লার আল-আমিন ৪৯ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন দু’দলের দু’জন। কুমিল্লার মালান ও রাজশাহীর আফিফ।

সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ওয়ারিয়র্স : ১৭০/৮, ২০ ওভার (মালান ১০০*, সৌম্য ২০, ইরফান ২/২৩)
রাজশাহী রয়্যালস : ১৭১/৩, ১৭.৫ ওভার (আফিফ ৭৬, বোপারা ৪১, আল-আমিন ২/৪৯)।

ফল : রাজশাহী রয়্যালস ৭ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : ডেভিড মালান (কুমিল্লা ওয়ারিয়র্স) ও আফিফ হোসেন (রাজশাহী রয়্যালস)।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএল নিয়ে মেহেদীর কণ্ঠে আক্ষেপ

বিপিএল নিয়ে মেহেদীর কণ্ঠে আক্ষেপ

জয়ে চট্টগ্রাম পর্ব শেষ করলো ঢাকা, আবারও ম্যাচ সেরা মেহেদী

জয়ে চট্টগ্রাম পর্ব শেষ করলো ঢাকা, আবারও ম্যাচ সেরা মেহেদী

মেহেদীর বিধ্বংসী ব্যাটিংয়ে জয়ে ফিরলো ঢাকা

মেহেদীর বিধ্বংসী ব্যাটিংয়ে জয়ে ফিরলো ঢাকা

উইজডেনের দশক সেরা ওয়ানডে দলে সাকিব

উইজডেনের দশক সেরা ওয়ানডে দলে সাকিব