চট্টগ্রাম পর্বে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আবারও একদিনের বিরতি পালন করছে। আজ (রোববার) বিরতি শেষে সোমবার (২৩ ডিসেম্বর) আবারও মাঠে নামবে বিপিএলের দলগুলো।
বন্দর নগরী চট্টগ্রাম পর্বে এটি দ্বিতীয় ও শেষবারের মত বিরতি। সোমবার থেকে টানা দুইদিন খেলা চার ম্যাচে শেষ হবে চট্টগ্রাম পর্ব। চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো হলো- সোমবার (২৩ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা প্লাটুন ও কুমিল্লা ওয়ারিয়র্স। এছাড়া দিনের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস।
চট্টগ্রাম পর্বে শেষ দিন মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে ঢাকা প্লাটুন ও সিলেট থান্ডার। এছাড়া দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রাজশাহী রয়্যালস।
চট্টগ্রাম পর্ব শেষে হওয়ার পর দুইদিন বিরতি দিয়ে ঢাকায় শুরু হবে বঙ্গবন্ধু বিপিএলের খেলা। এখন পর্যন্ত টুর্নামেন্টের ১৬টি ম্যাচ শেষ হয়েছে।
১৬ ম্যাচ শেষে বিপিএলের পয়েন্ট টেবিল হচ্ছে- ৭ ম্যাচ খেলে ২ হার ও ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দ্বিতীয় স্থানে থাকা খুলনা টাইগার্সের পয়েন্ট ৪ ম্যাচে ৩ জয়ে ৬। ৩ ম্যাচে ২ জয় নিয়ে তৃতীয় স্থানে রাজশাহী রয়্যালস।
এছাড়া চার নম্বরে থাকা কুমিল্লা ওয়ারিয়র্সের পয়েন্ট ৪। তারা ২ ম্যাচে দুটিতে জয়লাভ করেছে। ৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে রয়েছে ঢাকা প্লাটুন। ঢাকা ৪ ম্যাচ খেলে ২টিতে জয়লাভ করেছে। এছাড়া ৬ ও ৭ নমম্বরে থাকা সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্সে পয়েন্ট সমান ২ করে। দুটি দলই সমান ৫ ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছে।