বঙ্গবন্ধু বিপিএলে টানা চার ম্যাচ হেরে বেকাদায় রয়েছে রংপুর রেঞ্জার্স। হারের বৃত্ত থেকে বের হতে পথ খুঁজছে তারা। দলকে জয়ের ধারায় ফেরাতে সর্বাত্মক চেষ্টা করছে রংপুরের টিম ম্যানেজমেন্ট। তারই ধারাবাহিকতায় এবার সময়ের বিশ্বসেরা তারকা অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনকে দলে ভেড়াচ্ছে রংপুর।
রংপুর রেঞ্জার্সের পরিচালক আকরাম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আকরাম জানান, আগামী ২৬ ডিসেম্বর শেন ওয়াটসনের দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে। ঢাকা পর্ব ছাড়াও রংপুরের বাকি সব ম্যাচেই খেলবেন তিনি।
চলমান বঙ্গবন্ধু বিপিএলে এখন পর্যন্ত চার ম্যাচে অংশ নিয়ে চারটিতেই হেরেছে রংপুর। বিদেশি-স্থানীয়দের নিয়েও জয়ের মধুর স্বাদ নিতে পারছে না তারা। দলের নেতৃত্বে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ওয়াটসন। সম্প্রতি আবু ধাবিতে টি-টেন লিগে খেলেছেন তিনি। গত মাসে শেষ হওয়া টুর্নামেন্টে দু’টি হাফ-সেঞ্চুরিও করেছেন ওয়াটসন। ডেকান গ্লাডিয়েটর্সের অধিনায়কত্বও করেন এ অলরাউন্ডার।
দেশের জার্সিতে ৫৯টি টেস্ট, ১৯০টি ওয়ানডে ও ৫৮টি টি-২০ খেলেন ওয়াটসন। টেস্টে ৩৭৩১ রান-৭৫ উইকেট, ওয়ানডেতে ৫৭৫৭ রান-১৬৮ উইকেট ও টি-২০তে ১৪৬২ রান-৪৮ উইকেট নেন।