কুমিল্লার বিপক্ষে মাহমুদউল্লাহকে ছাড়াই খেলতে নামলো চট্টগ্রাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯
কুমিল্লার বিপক্ষে মাহমুদউল্লাহকে ছাড়াই খেলতে নামলো চট্টগ্রাম

বন্দর নগরী চট্টগ্রামে তৃতীয় দিনের দ্বিতীয় খেলায় মাঠে নেমেছে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা। ফলে টস হেরে প্রথমে ব্যাট করছে মাহমুদউল্লাহকে ছাড়া চট্টগ্রাম।

হামস্ট্রিং ইনজুরির কারণে ঢাকা পর্বের প্রথম দুই ম্যাচ খেলতে না মাহমুদউল্লাহ আবারও ইনজুরিতে পড়েছেন। ফলে চট্টগ্রাম পর্বে তার আর খেলা হচ্ছে না।

চট্টগ্রামের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ না খেলায় তার পরিবর্তে দলের অধিনায়কত্ব করছেন বাঁ-হাতি ওপেনার ইমরুল কায়েস। আর রিয়াদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পেসার রুবেল হোসেন।

এবারের আসরে চট্টগ্রামের এটি পঞ্চম ম্যাচ। এখন পর্যন্ত ৪টি জয় ও ১টি হারের স্বাদ পেয়েছে চট্টগ্রাম।

অপরদিকে কুমিল্লা ৩ ম্যাচে ২টিতে জয় ও ১টিতে হারের স্বাদ পেয়েছে। কুমিল্লার দু’টি জয় রংপুর রেঞ্জার্সের বিপক্ষে। আর একমাত্র হার ঢাকা প্লাটুনের কাছে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
ইমরুল কায়েস (অধিনায়ক), আভিস্কা ফার্নান্দো, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, চাদউইক ওয়ালটন, রুবেল হোসেন, নাসুম আহমেদ, মুক্তার আলি, কেসরিক উইলিয়ামস, মেহেদী হাসান রানা ও লেন্ডন সিমন্স।

কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ
দাসুন শানাকা (অধিনায়ক), ডেভিড মালান, মুজিব-উর-রহমান, ভানুকা রাজাপাকসে, সৌম্য সরকার, আল আমিন হোসেন, ইয়াসির আলি, সাব্বির রহমান, আবু হায়দার রনি, মাহিদুল অঙ্কন ও সুমন খান।



শেয়ার করুন :


আরও পড়ুন

বছর শেষে সুখবর পেল বাংলাদেশ ফুটবল

বছর শেষে সুখবর পেল বাংলাদেশ ফুটবল

খুলনার হ্যাটট্রিক জয়ে রংপুরের চতুর্থ হার

খুলনার হ্যাটট্রিক জয়ে রংপুরের চতুর্থ হার

৭২ ঘণ্টার পর্যবেক্ষণে মাহমুদউল্লাহ, খেলা হচ্ছে না চট্টগ্রাম পর্বে

৭২ ঘণ্টার পর্যবেক্ষণে মাহমুদউল্লাহ, খেলা হচ্ছে না চট্টগ্রাম পর্বে

বিপিএল ছেড়ে দেশে ফিরছেন তিন শ্রীলঙ্কান

বিপিএল ছেড়ে দেশে ফিরছেন তিন শ্রীলঙ্কান