বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী খেলোয়াড় লিয়াম প্লানকেট।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানানো হয়, চট্টগ্রাম পর্ব থেকেই দলের সাথে যোগ দিয়েছেন প্লানকেট।
ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপের সদস্য ছিলেন ডান-হাতি পেসার লিয়াম প্লানকেট। ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। লর্ডসের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২ রানে ৩ উইকেট শিকারও করেছিলেন প্লানকেট।
সম্প্রতি আবুধাবিতে টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে ৬ ম্যাচে ৩ উইকেট শিকার করেন তিনি। এর আগে বিপিএলে সিলেট সিক্সার্সের হয়েছে ২০১৭-১৮ মৌসুমে ৫ ম্যাচে অংশ নিয়ে ১৯ ওভার বল করে ১৫৮ রানে ৭ উইকেট নেন প্লানকেট।
এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে লিয়াম প্লানকেটের খবর জানানো হলেও দলের অধিনায়ক চট্টগ্রাম পর্বে আর খেলতে পারছেন না। হামস্ট্রিং ইনজুরির কারণে ঢাকা পর্বের প্রথম দুই ম্যাচ খেলতে না পারা মাহমুদউল্লাহ আবারও ইনজুরিতে পড়েছেন। যার কারণে চট্টগ্রাম পর্বে তার আর খেলা হচ্ছে না।