বঙ্গবন্ধু বিপিএলের উইকেট অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ উপযোগী বলে মনে করছেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বুধবার স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ১৬ রানে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে বিপিএলের উইকেট নিয়ে এমন মন্তব্য করেন মাশরাফি।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, এবারের বিপিএলের উইকেট ভালো হচ্ছে। ঢাকার উইকেটও ভালো ছিল। উইকেটের কারণে খেলা ভালো হচ্ছে। বাংলাদেশ যখন কোথাও আন্তর্জাতিক টি-২০ খেলতে যাবে, তখন এমন উইকেটই পাবে।
তিনি বলেন, বোলারদের জন্য একটা চ্যালেঞ্জ থাকবে। ব্যাটসম্যানদেরও আত্মবিশ্বাস বাড়বে। যদি হাত খুলে খেলা যায়। ভালো উইকেট না পেলে আমাদের বোলাররা চিন্তা করে, এ বোলিংই আমাদের শক্তি। কিন্তু এসব উইকেটে বোলিং করলে বোঝা যাবে যে শক্তির দিক আরও বাড়াতে হবে। এবার যে উইকেটগুলো পাচ্ছে খুব ভালো যে, ওরা সামনের বিশ্বকাপের আগে নিজেদের অপশন তৈরি করতে পারবে। এ ছাড়া ব্যাটিং উইকেটে রান পেলে বিশ্বকাপের জন্য ব্যাটসম্যানদেরও আত্মবিশ্বাস বাড়াবে।
বিপিএলে তরুণ বোলারদের পারফরমেন্স ইতোমধ্যে নজর করেছে মাশরাফির। বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণ বোলারদের সেভাবে তৈরি করা প্রয়োজন বলে মনে করেন ম্যাশ।
বলেন, তরুণ বোলার যারা রয়েছে এখনই সময় তাদের ভালোভাবে তৈরি করা। আজকে আরও একজন ভালো বোলার দেখলাম। তার নাম হয়তো- মুগ্ধ। ভালো ও সম্ভাবনাময় একজন বোলার। ভালো গতি রয়েছে তার। আমার মতে, তরুণদের নিয়ে সুন্দর পরিকল্পনা অনুযায়ী সামনে এগিয়ে যাওয়া উচিত।
মাশরাফি বলেন, এমন না যে, ভালো করছে দেখে এখনই তাদের দলে নিতে হবে। একটা নির্দিষ্ট সময় নিয়ে যদি তাদের তৈরি করা হয়, ভালো হবে। শুধুমাত্র টি-২০ নয়, টেস্ট ক্রিকেটেও তাদেরকে নিয়েও ভাবতে হবে। এরা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ। কিছু ম্যাচ ভালো খেললে বা কিছু ম্যাচ খারাপ করলেই তাদের দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তাদের সঠিক পরিচর্যা করতে পারলে দীর্ঘ সময় দলকে সার্ভিস দিতে পারবে।
শুধু মাশরাফি একা নন, বিপিএলের উইকেট নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও প্রশংসা করেছেন।
মাশরাফির বক্তব্যের সাথে এক মত পোষণ করে মাহমুদুউল্লাহ বলেন, এটা আন্তর্জাতিক মানের উইকেট। এ ধরনের উইকেটে খেলতে হলে ব্যাটসম্যানদের যেমন স্কিলফুল হতে হয়, তেমনি বোলারদেরও টেকনিক্যাল হতে হয়। তাসকিন-মোস্তাফিজ আমাদের দেশের সম্পদ। তাদের একটু সময় দেওয়া উচিত। নিজেদের প্রামণ করার যোগ্যতা তাদের আছে।
মুগ্ধকে নিয়ে তিনি বলেন, মুগ্ধ নামে বেশ কয়েকদিন আগে একজনকে দেখলাম। সে খুব দ্রুত বল করতে পারে। যেটা ভালো লাগছে, আমাদের পেস বোলিংয়ের শক্তিটা আরও বৃদ্ধি পাচ্ছে। তাদের মধ্যে যদি একটা সুস্থ প্রতিযোগিতা থাকে সেটা আমাদের ক্রিকেটের জন্য ভালো।