একদিনের বিরতিতে বঙ্গবন্ধু বিপিএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯
একদিনের বিরতিতে বঙ্গবন্ধু বিপিএল

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বে আজ (বৃহস্পতিবার) বিরতি পালন করছে। ঢাকার প্রথম শেষে চট্টগ্রামে টানা দুইদিন খেলা অনুষ্ঠিত হয়েছে।

একদিন বিরতি দিয়ে শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে আবারও মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএলের খেলা। ওই দিন মাঠে নামবে চারটি দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রংপুর রেঞ্জার্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় লড়বে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।

গত ১১ ডিসেম্বর ঢাকা পর্ব দিয়ে শুরু হয় বিপিএলের বিশেষ আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’। ১৪ ডিসেম্বর শেষ হয় ঢাকার প্রথম পর্ব। দুই দিন বিরতি দিয়ে ১৭ ডিসেম্বর থেকে শুরু হয় চট্টগ্রাম পর্ব।

চট্টগ্রামে মোট আট দিনে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আট দিনের মধ্যে দু’দিন বিরতি রয়েছে। ২৪ ডিসেম্বর শেষ হবে চট্টগ্রাম পর্ব। এরপর আবার দুই দিনি বিরতি দিয়ে ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে ঢাকার দ্বিতীয় পর্ব।

বঙ্গবন্ধু বিপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে অংশ নিয়ে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এছাড়া ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে খুলনা টাইগার্স, ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রাজশাহী রয়্যালস, সমান সংখ্যব ম্যাচে সমান জয় নিয়ে ৪ নম্বরে কুমিল্লা ওয়ারিয়র্স, ৪ ম্যাচে ২ জয় নিয়ে ৫ নম্বরে ঢাকা প্লাটুন।

এছাড়া ৪ ও ৩ ম্যাচে সবকয়টি পরাজিত হয়ে ৬ ও ৭ নম্বরে রয়েছে যথাক্রমে সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্স।



শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রামের দুর্দান্ত লড়াই দেখলো বন্দর নগরী

ঢাকা-চট্টগ্রামের দুর্দান্ত লড়াই দেখলো বন্দর নগরী

দুর্দান্ত মুশফিক, প্রশংসায় ভাসালেন দুই দলের কোচ

দুর্দান্ত মুশফিক, প্রশংসায় ভাসালেন দুই দলের কোচ

বড় স্কোর গড়েও কুমিল্লার কাছে হারলো খুলনা

বড় স্কোর গড়েও কুমিল্লার কাছে হারলো খুলনা

১৩০ রানের টার্গেটে ৬ উইকেট হারিয়ে জিতলো চট্টগ্রাম

১৩০ রানের টার্গেটে ৬ উইকেট হারিয়ে জিতলো চট্টগ্রাম