হাসপাতালে ভর্তি তামিম, যাননি চট্টগ্রামে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৩ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৯
হাসপাতালে ভর্তি তামিম, যাননি চট্টগ্রামে

ফাইল ছবি

বঙ্গবন্ধু বিপিএলের ঢাকার প্রথম পর্ব শেষে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। চট্টগ্রাম পর্বে ঢাকা প্লাটুনের প্রথম ম্যাচে অনিশ্চিত ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। জ্বরের কারণে বন্দর নগরীর প্রথম ম্যাচে তামিমের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

জ্বরের কারণে দলের সাথে চট্টগ্রাম যাননি তামিম। বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান ফিজিও দেবাশিষ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তামিম জ্বরে ভুগছেন। তাই তিনি দলের সাথে চট্টগ্রামে যাননি। তামিম হাসপাতালে থাকবেন। তার অবস্থা পর্যবেক্ষণ করে আগামীকাল (মঙ্গলবার) আপডেট দেওয়া যাবে।’

তামিমের অসুস্থার ব্যাপারে দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, ‘জ্বরের কারণে তামিম দলের সাথে যাননি। তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আমরা পর্যবেক্ষণ করব।’

আগের ম্যাচে সিলেট থান্ডারের বিপক্ষে গ্রোয়েন ইনজুরিতে পড়েন তামিম। সালাউদ্দিন জানান, ‘তার গ্রোয়েন ইনজুরিটি খুব বেশি গুরুত্বর নয়।’

আগামী বুধবার চট্টগ্রামে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ঢাকা প্লাটুন। স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে খেলতে নামবে ঢাকা। এখন পর্যন্ত তিন ম্যাচে অংশ নিয়ে দু’টিতে জিতেছে মাশরাফির দল।



শেয়ার করুন :


আরও পড়ুন

শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব

শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব

বিপিএলে বিসিবির দৃষ্টি লেগ স্পিনারে

বিপিএলে বিসিবির দৃষ্টি লেগ স্পিনারে

ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট তালিকা

ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট তালিকা

পাকিস্তানে কেউ যেতে না চাইলে জোর করবে না বিসিবি

পাকিস্তানে কেউ যেতে না চাইলে জোর করবে না বিসিবি