শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৯
শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের বন্দরনগরী চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে মঙ্গলবার (১৭ ডিসেম্বর)। আটদিনে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১২টি ম্যাচ। আট দিনের মধ্যে দু’দিন বিরতিও রয়েছে। ১৭ থেকে ২৪ ডিসেম্বর হবে চট্টগ্রাম পর্ব।

চট্টগ্রাম পর্বের প্রথম দিন মঙ্গলবার মাঠে নামবে চারটি দল। প্রথম ম্যাচে দুপুর দেড়টায় লড়বে খুলনা টাইগার্স-রাজশাহী রয়্যালস এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হবে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার।

ঢাকার প্রথম পর্বে ২টি করে জয়ের স্বাদ নিয়েছে রাজশাহী ও চট্টগ্রাম। তবে ঢাকা পর্বে রাজশাহী ২টি ও চট্টগ্রাম ৩টি ম্যাচ খেলে। ১টি ম্যাচ খেলে ১টিতেই জিতেছে খুলনা। আর ৩টি ম্যাচ খেলে সবক’টিতেই হারে সিলেট।

গত ১১ ডিসেম্বর (বুধবার) ঢাকায় শুরু হয় বিশেষ ‘বঙ্গবন্ধু বিপিএল’। ১৪ ডিসেম্বর ঢাকার প্রথম পর্ব শেষ হয়েছে। ঢাকার পর্বে ৮ ম্যাচ শেষে দুই ম্যাচ থেকে চার পয়েন্ট ও রান রেটে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে রাজশাহী রয়্যালস।

ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ঝুলিতেও চার পয়েন্ট জমা হয়েছে। তবে ইতোমধ্যে তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে তারা। এখনো পর্যন্ত একটি মাত্র ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স। সেখান থেকে পূর্ণ দুই পয়েন্টই সংগ্রহ করেছে দলটি। দুই ম্যাচে অংশ নিয়ে কুমিল্লা ওয়ারিয়র্স একটিতে জয় ও একটিতে হার নিয়ে লাভ করেছে দুই পয়েন্ট।

তবে টুর্নামেন্টে তিন ম্যাচে অংশ নিয়ে সবক’টিতেই হেরে গেছে সিলেট থান্ডার। রংপুর রেঞ্জার্সও এখনো পর্যন্ত খুলতে পারেনি পয়েন্টের খাতা। দু’টি ম্যাচে অংশ নিয়ে পরাজয়ের গন্ডিতেই ঘুরপাক খাচ্ছে তারাও।

এদিকে বঙ্গবন্ধু বিপিএলকে ঘিড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জারসদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো বন্দরনগরী। অলিতে-গলিতে চোখে পড়ছে বিপিএল আমেজ। ঘরের মাঠে খেলা নিয়ে দর্শকদের আগ্রহটাও অনেক বাড়তি। তবে ঘরের মাঠে বাইশ গজের চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা সফল হবে চ্যালেঞ্জার্সরা, তা সময়ই বলে দেবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রস্তুত বন্দর নগরী চট্টগ্রাম, বইছে বিপিএল আমেজ

প্রস্তুত বন্দর নগরী চট্টগ্রাম, বইছে বিপিএল আমেজ

বিপিএলে বিসিবির দৃষ্টি লেগ স্পিনারে

বিপিএলে বিসিবির দৃষ্টি লেগ স্পিনারে

ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট তালিকা

ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট তালিকা

মিডিয়াকে দোষ দিয়ে ভালো খেলার সুযোগ নেই : মাশরাফি

মিডিয়াকে দোষ দিয়ে ভালো খেলার সুযোগ নেই : মাশরাফি