বিপিএলে বিসিবির দৃষ্টি লেগ স্পিনারে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৬ এএম, ১৬ ডিসেম্বর ২০১৯
বিপিএলে বিসিবির দৃষ্টি লেগ স্পিনারে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে শুরু হওয়া বঙ্গবন্ধু বিপিএলের ঢাকার প্রথম পর্ব শেষ হয়েছে। চলমান এ লিগে অংশগ্রহণকারী স্থানীয় লেগ স্পিনারদের ওপর নিবিড় নজর রাখছে বোর্ড।

২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি বিশ্বকাপ টি-২০ স্কোয়াড গঠনের মঞ্চ হিসেবে বঙ্গবন্ধু বিপিএলকে আমলে নেওয়া বিসিবি বিশেষভাবে রিস্ট স্পিনারদের ওপর নজর দিচ্ছে। কারণ, অস্ট্রেলিয়ার বিশাল মাঠে লেগ স্পিনাররাই বেশি সুবিধা আদায় করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।

বোর্ড ইতোমধ্যে দলগুলোকে স্কোয়াড গঠনের সময় ১৪০ কিমি বেগে বল করতে সক্ষম এমন পেসার ও অন্তত একজন করে লেগ স্পিনারকে অন্তর্ভুক্ত করার জন্য বলেছে। বিসিবির পরামর্শ মতে কয়েকটি দল তাদের স্কোয়াডে একজন করে লেগ স্পিনার অন্তর্ভুক্ত করেছে। আর বিসিবি তাদের ওপর তীক্ষ্ম নজর রাখছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘আমার জানা মতে কুমিল্লা ছাড়া বাকি সবগুলো দলই লেগ স্পিনারদের খেলাচ্ছে। কুমিল্লায় মুজিব উর রহমান আছেন, তিনি খুবই ভালো অফ-স্পিনার। আমি এ পর্যন্ত লিগের সবগুলো খেলাই দেখেছি। দুই একটি ম্যাচ হয়তো দেখতে পারিনি। সেখানে লেগ স্পিনাররা খেলেছে। অংশ নিয়েছে অলক কাপালীও।’

নিয়মিতভাবে লেগ স্পিনার খেলানোর মাধ্যমে বাংলাদেশের ব্যাটসম্যানরাও নিয়মিতভাবে তাদের মোকাবেলা করার সুযোগ পাবে। কারণ এ ধরনের স্পিনারদের মোকাবেলা করতে গিয়েই ব্যাটসম্যানরা খেই হারিয়ে ফেলে।

পাপন বলেন, ‘এ টুর্নামেন্টে দেশের তিনজন লেগ স্পিনার খেলছে। অলক কাপালী আমাদের নিয়মিত খেলোয়াড় নয়। আমরা যদি তাকে বাদ দিই তারপরও আমাদের হাতে বিপ্লব, রিশাদ ও মিনহাজুল আবেদীন আফ্রিদি রয়েছে।’

বোর্ড প্রধান আরও বলেন, ‘এ তিনজনের মধ্যে বিপ্লব ভালো বল করছে। আফ্রিদি ও রিশাদও ভালো করছে। এখনই তাদের সম্পর্কে বেশি কিছু বলা যাচ্ছে না। কিন্তু তারা আমাদের নজরে আছে। আশা করি তারা ভালো করবে এবং দল গঠনে বিকল্প হয়ে উঠবে। যাদেরকে আমরা এ টুর্নামেন্টে খুঁজে বেড়াচ্ছি।’



শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট তালিকা

ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট তালিকা

বিশ্বকাপের লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু বিপিএল’

বিশ্বকাপের লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু বিপিএল’

প্রস্তুত বন্দর নগরী চট্টগ্রাম, বইছে বিপিএল আমেজ

প্রস্তুত বন্দর নগরী চট্টগ্রাম, বইছে বিপিএল আমেজ

ছুটির দিনে ভরলো বিপিএলের গ্যালারি

ছুটির দিনে ভরলো বিপিএলের গ্যালারি