বঙ্গবন্ধু বিপিএলের পর্দা উঠেছে ১১ ডিসেম্বর (বুধবার)। শনিবার (১৪ ডিসেম্বর) শেষ হয়েছে বিপিএলে ঢাকার প্রথম পর্ব। ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চারদিনে ৮টি ম্যাচ দেখেছে হোম অব ক্রিকেটের দর্শকরা। নিজেদের মাঠে ২ জয় ১ হার নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। তবে খারাপ করেনি মাহমুদউল্লাহ রিয়াদের চট্টগ্রামও।
ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএলের আসর বসছে এবার বন্দরনগরী চট্টগ্রামে। ১৭ থেকে ২৪ ডিসেম্বর সাগর পাড়ের স্টেডিয়াম জহুর আহমেদে চলবে ১২ ম্যাচের বিপিএল ক্ল্যাসি।
চট্টগ্রামের প্রথম দিন মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মাঠে গড়াবে খুলনা টাইগার্স বনাম রাজশাহী রয়্যালসের ম্যাচ। ঘরের মাঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামবে একই দিন সন্ধ্যায়। প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তলানীতে থাকা সিলেট থান্ডার।
তবে কেমন হবে চট্টগ্রাম পর্ব? প্রতিটি বিপিএল যেখানে লো-স্কোরিং প্রশ্নে ঘেরা, সেখানে চট্টগ্রামের উইকেটে কেমন রানের দেখা মিলবে? স্বস্তির নিঃশ্বাস ফেলবে তো? তবে বরাবরের মতো এবারও চার-ছক্কার খেলা উপভোগ করার আশা করতেই পারেন বন্দরনগরীর ক্রিকেটপ্রেমীরা। কারণ, প্রস্তুতি সম্পর্কে মাঠের কিউরেটর জাহিদ রেজা বাবু স্পোর্টসমেইল২৪.কমকে জানিয়েছেন, ‘বিপিএলের জন্য মাঠের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজন অত্যন্ত গোছালো ও চমৎকার।’
এদিকে বঙ্গবন্ধু বিপিএলকে ঘিড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জারসদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো বন্দরনগরী। অলিতে-গলিতে চোখে পড়ছে বিপিএল আমেজ। ঘরের মাঠে খেলা নিয়ে দর্শকদের আগ্রহটাও অনেক বাড়তি। তবে ঘরের মাঠে বাইশ গজের চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা সফল হবে চ্যালেঞ্জার্সরা, তা সময়ই বলে দেবে। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৩ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে দলটি।
ঢাকার প্রথম পর্ব শেষ হওয়ায় ইতোমধ্যে ক্লাবগুলো বন্দর নগরীরর উদ্দেশে ঢাকা ছাড়তে শুরু করেছে। বেশ কয়েকটি দল চট্টগ্রাম পৌঁছেছে এবং সেখানে অনুশীল শুরু করেছে।
বঙ্গবন্ধু বিপিএলের ৮ ম্যাচ শেষে দুই ম্যাচ থেকে চার পয়েন্ট ও রান রেটে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে রাজশাহী রয়্যালস। ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ঝুলিতেও চার পয়েন্ট জমা হয়েছে। তবে ইতোমধ্যে তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে তারা। এখনো পর্যন্ত একটি মাত্র ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স। সেখান থেকে পূর্ণ দুই পয়েন্টই সংগ্রহ করেছে দলটি। দুই ম্যাচে অংশ নিয়ে কুমিল্লা ওয়ারিয়র্স একটিতে জয় ও একটিতে হার নিয়ে লাভ করেছে দুই পয়েন্ট।
তবে টুর্নামেন্টে তিন ম্যাচে অংশ নিয়ে সবক’টিতেই হেরে গেছে সিলেট থান্ডার। রংপুর রেঞ্জার্সও এখনো পর্যন্ত খুলতে পারেনি পয়েন্টের খাতা। দু’টি ম্যাচে অংশ নিয়ে পরাজয়ের গন্ডিতেই ঘুরপাক খাচ্ছে তারাও।
চেীধুরী মোহাম্মাদ ইমতিয়াজ/চট্টগ্রাম