ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট তালিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯
ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট তালিকা

ঢাকা প্লাটুন ও সিলেট থান্ডারের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে ঢাকার প্রথম পর্বের বঙ্গবন্ধু বিপিএলের ম্যাচ। প্রথম পর্বে ঢাকার মিরপুরে চারদিনে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম দুটি করে ম্যাচ জিতলেও রান রেটে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে রাজশাহী রয়্যালস।

ঢাকাে প্রথম পর্ব শেষ হওয়ায় দুইদিন বিরতি দিয়ে ১৭ ডিসেম্বর (সোমবার) থেকে চট্টগ্রামে শুরু হবে বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় পর্ব। সেখানে ৬ দিনে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মুখোমুখি খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস।

ঢাকা পর্ব শেষে শীর্ষে রয়েছে মৌসুমে দুর্দান্ত শুরু করা রাজশাহী রয়্যালস। দুই ম্যাচে দুই জয়ে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান ৪ পয়েন্ট নিয়েই নেট রানরেটে পিছিয়ে থেকে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

রাজশাহী রয়্যালসের রানরেট ২.২৯৫, ঢাকা প্লাটুনের ০.৪৮৪ এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের রানরেট -০.৫২৭। যার ফলে সমান পয়েন্ট নিয়েও পিছিয়ে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম।

এছাড়া যথাক্রমে ১টি ও ২টি ম্যাচ খেলে ১টি করে জয় নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে খুলনা টাইগার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স। অপরদিকে যথাক্রমে তিনটি ও দুটি করে ম্যাচ খেলে কোনো জয় না পাওয়া সিলেট থান্ডার্স ও রংপুর রয়্যালস আছে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে।



শেয়ার করুন :


আরও পড়ুন

ছুটির দিনে ভরলো বিপিএলের গ্যালারি

ছুটির দিনে ভরলো বিপিএলের গ্যালারি

ফিরেই মাইলফলক স্পর্শ করলেন মাহমুদউল্লাহ

ফিরেই মাইলফলক স্পর্শ করলেন মাহমুদউল্লাহ

জয় দিয়েই ঢাকা পর্ব শেষ করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

জয় দিয়েই ঢাকা পর্ব শেষ করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

মাশরাফিদের টানা জয়ে সিলেটের তৃতীয় হার

মাশরাফিদের টানা জয়ে সিলেটের তৃতীয় হার