বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় দিন আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দুটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলা শুরু হবে দুপুর ২টায় এবং পরের খেলা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়।
দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে রাজশাহী রয়্যালস ও সিলেট থান্ডার। দুটি দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে গতকাল (বৃহস্পতিবার) ঢাকা প্লাটুনকে ৯ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে রাজশাহী। অন্যদিকে বিপিএলের প্রথম দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হেরে গেছে সিলেট থান্ডার।
প্রথম ম্যচে হেরে যাওয়া সিলেট একদিন বিরতী দিয়ে আজ (শুক্রবার) আবারও মাঠে নামছে। অন্যদিকে গতকাল (বৃহস্পতিবার) ঢাকাকে হারানো রাজশাহী টানা দ্বিতীয় ম্যাচ খেলবে।
এছাড়া দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা প্লাটুন ও কুমিল্লা ওয়ারিয়র্স। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ ম্যাচের দল দুটিরও এটি দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে গতকাল (বৃহস্পতিবার) রাজশাহীর কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে মাশরাফি-তামিমের দল ঢাকা। ফলে তারা কোন বিরতি ছাড়াই আজ টানা দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে।
অন্যদিকে বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রেঞ্জার্সকে বড় ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। ফলে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়ে এগিয়ে থেকেও একদিন বিরতি দিয়ে ঢাকার বিপক্ষে মাঠে নামছে কুমিল্লা।
রাজশাহী রয়্যালস দল
লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ চৌধুরী, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি, অলোক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, নাহিদুল ইসলাম, রবি বোপারা, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ইরফান।
সিলেট থান্ডার দল
মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া, শফিকুল্লাহ শাফাক, নবীন উল হক, রাদারফোর্ড, জনসন চার্লস, জীবন মেন্ডিস।
কুমিল্লা ওয়ারিয়র্স দল
সৌম্য সরকার, আল-আমিন, আবু হায়দার রনি, মাহিদুল অঙ্কন, সুমন খান, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, ফারদিন হোসেন অনিক, কুশল পেরেরা, মুজিব উর রহমান, ডেভিড মালান, দাসুন শানাকা।
ঢাকা প্লাটুন দল
মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, মমিনুল হক, শুভাগত হোম, আরিফুল হক, রকিবুল হাসান, জাকির আলী অনিক, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, আসিফ আলী, লুইস রিস, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ।