দাসুন শানাকার ব্যাটিং তাণ্ডবে কুমিল্লার সংগ্রহ ১৭৩

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৪ পিএম, ১১ ডিসেম্বর ২০১৯
দাসুন শানাকার ব্যাটিং তাণ্ডবে কুমিল্লার সংগ্রহ ১৭৩

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রেঞ্জার্সকে ১৭৪ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান করে কুমিল্লা ওয়ারিয়র্স।

ব্যাট হাতে ছয় নম্বরে মাঠে নেমে ৩১ বলে ৭৫ রান করেন কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক দাসুন শানাকা। তার এ ৭৫ রানের ইনিংসে ৩টি চার ও ৯টি বিশাল বিশাল ছক্কার মার রয়েছে।

এর আগে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা। তবে হাতে ভালো শুরু করতে পারেনি তারা। ইনিংসের প্রথম বলেই মোহাম্মদ নবী ওপেনার ইয়াসির আলী চৌধুরীকে শূন্য রানে তুলে নেন।

ইয়াসির আলী চলে যাওয়ার পর ভানুকা রাজাপাকসের সঙ্গী হন সৌম্য সরকার। সৌম্য ১৮ বলে ২৬ রানের সাজঘরে ফেরেন। ৪টি চার ও ১টি ছয়ের মারে এ রান করেন সৌম্য।

দলীয় ৪১ রানে সৌম্য চলে যাওয়ার পর ব্যাট হাতে মাঠে নামেন ডেভিড মালান। তবে দলীয় ৪৭ রানের তৃতীয় উইকেট হারায় কুমিল্লা। ৬ ওভার ৩ বলের সময় ১৩ বল মোকাবেলা করে ১৫ রানে সাজঘরে ফেরেন ওপেনার ভানুকা রাজাপাকসে। এরপর পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ব্যাট হাতে েমাঠে নামের সাব্বির রহমান।

দলীয় ৮৫ রানের ৪ উইকেট হারায় কুমিল্লা। এরপরই ব্যাট হাতের মাঠে নামেন অধিনায়ক দাসুন শানাকা। মাঠে নেমেই রংপুর রেঞ্জার্সের বোলারদের শাসন করতে থাকেন তিনি। মারতে থাকেন একের পর এক বিশাল ছক্কা।

শেষ পর্যন্ত দাসুন শানাকার ৩১ বলে অপরাজিত ৭৫ রানের সুবাদে ১৭৩ রানের বিশাল স্কোর গড়ে কুমিল্লা ওয়ারিয়র্স। ৭৫ রানের ইনিংসের মধ্যে তিনি ৩টি চারের মার মারেন, আর ছক্কা হাঁকান ৯টি। যার মধ্যে মোস্তাফিজের এক ওভারেই মারের চারটি ছক্কা।

এছাড়া ইংল্যান্ডের লুইস গ্রেগরির ১৮তম ওভারে ১৪, মোস্তাফিজুর রহমানের ১৯তম ওভারে চার ছক্কায় ২৬ রান ও পাকিস্তানের জুনায়েদ খানের ২০তম ওভার থেকে ৩ ছক্কা ও ১টি চারে ২৩ রান আদায় নেন শানাকা।



শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু বিপিএল প্লেয়ার্স ড্রাফট : কে পেল কোন দল

বঙ্গবন্ধু বিপিএল প্লেয়ার্স ড্রাফট : কে পেল কোন দল

বঙ্গবন্ধু বিপিএলে দল পাননি আশরাফুল-রাজ্জাকরা

বঙ্গবন্ধু বিপিএলে দল পাননি আশরাফুল-রাজ্জাকরা

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গবন্ধু বিপিএলের টাইটেল স্পন্সর আকাশ ডিটিএইচ

বঙ্গবন্ধু বিপিএলের টাইটেল স্পন্সর আকাশ ডিটিএইচ