শুরু হয়ে গেছে বঙ্গবন্ধু বিপিএল। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন ঘোষণা করেছেন। এখন শুরু মাঠে বল গড়ানোর অপেক্ষা। এর মধ্যে বঙ্গবনা্ধু বিপিএলের টিকিটের মূল্য ঘোষণা করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বঙ্গবন্ধ বিপিএলের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে। এর একদিন আগে আজ মঙ্গলবার থেকে পাওয়া যাচ্ছে টুর্নামেন্টের টিকিট। সোমবার রাতে টিকিটের দাম চূড়ান্ত করা হয়েছে।
এবারের আসরে পূর্ব গ্যালারির টিকিটের দাম সবচেয়ে কম ধরা হয়েছে। ২০০ টাকায় মিলবে এ টিকিট। উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ টাকা।
এছাড়া ভিআইপি স্ট্যান্ড ও ক্লাব হাউজের টিকিট পেতে হলে ক্রিকেট অনুরাগীদের খরচ হবে ৫০০ টাকা। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সবচেয়ে বেশি। সেখানে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা।
ঢাকায় হতে যাওয়া আসরের প্রথম পর্বের জন্য নির্ধারণ করা হয়েছে এ দাম। পরের পর্বের টিকিটের দাম এখনো ঠিক হয়নি।
মঙ্গলবার সকাল ৯টা থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেইট ও মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে পাওয়া যাবে টিকিট।
এছাড়া এবার অনলাইনেও মিলবে বিপিএলের টিকিট। www.shohoz.com, www.paypoint.com.bd ও www.gadgetbangla.com এ তিনটি ওয়েবসাইটে পাওয়া যাবে বঙ্গবন্ধু বিপিএলের টিকিট।