বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জার্সি উন্মোচন করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বেগুনি ও কালোর সমন্বয়ে আসন্ন আসরের জন্য জার্সি তৈরি করেছে চট্টগ্রাম। অ্যাওয়ে ম্যাচে এটি পড়েই খেলবে মাহমুদউল্লাহ রিয়াদ-ইমরুল কায়েসরা। আর নিজেদের মাঠে হোম জার্সিতে থাকবে নীলের ছোঁয়া।
সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে এ জার্সি উন্মোচন করা হয়। এ সময় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান, ভাইস চেয়ারম্যান সাজনিন খান, টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক জালাল ইউনুস, চিফ অপারেটিং অফিসার সৈয়দ ইয়াসির আলম ও স্পন্সর প্রতিষ্ঠান একমির পরিচালক ফাহিম সিনহা উপস্থিত ছিলেন।
জার্সি উন্মোচনের একই অনুষ্ঠানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অফিসিয়াল পার্টনারদের নামও ঘোষণা করা হয়। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে আখতার গ্রুপ। এছাড়াও পৃষ্ঠপোষকতা করছে একমি, ডেলটা ফার্নিচার, জেট পেইন্টস, মিনিস্টার এসি, সেইলর, প্রোটন, ওল্ডটাউন হোয়াইট কফি ও শাওমি।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকি, এনামুল হক জুনিয়র, নুরুল হাসান সোহান, জুবায়ের হোসেন লিখন ও বিদেশিদের মধ্যে রায়াদ এমরিত, রায়ান বার্ল, আভিস্কা ফার্নান্দো ও কোচিং স্টাফের সদস্যরা উপস্থিত ছিলেন।