বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিবিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট খেলতে ঢাকায় এসেছেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির। রোববার ঢাকায় আসা আমির কথা বললেন গণমাধ্যমের সাথে। জানালেন বঙ্গবন্ধু বিপিএলের তার লক্ষ্যের কথা।
জাতীয় দলের হয়ে সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরে দুর্বল পারফর্মেন্স সত্ত্বেও বিপিএলে নিজের দলকে শিরোপা জয়ে সহায়তা করতে চান আমির। বলেন, সর্বোচ্চ উইকেট শিকারের লক্ষ্যও স্থির করেছেন তিনি।
পাকিস্তানের হয়ে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজে মাত্র একটি উইকেট সংগ্রহ করতে সক্ষম হয়েছেন আমির। এবার বিপিএলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) খুলনা টাইগার্সের হয়ে মাঠে নামবেন পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির। ওইদিন চট্টগ্রাম চ্যালেঞ্জোর্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু করবে খুলনা।
আমির বলেন, ‘আশা করছি খুলনা টাইগার্সকে আমরা ভালো সার্ভিস দিতে পারব। আমরা দেশ ও বিদেশের একদল ভালো খেলোয়াড় পেয়েছি। বিশেষ করে স্থানীয় পর্যায়ের বেশ কিছু ভালো খেলোয়াড় আমাদের দলে অন্তর্ভুক্ত হয়েছে। আশা করি টুর্নামেন্টে ভালো করব।’
খুবই মেধাবী খেলোয়াড় হিসেবে বিশ্ব ক্রিকেটে অভিষেক পাওয়ার পর বাঁ হাতি এ পেসার তার বোলিং অনেককেই বিষ্মিত করেছেন। বিশ্ব মঞ্চে প্রত্যাশিত সফলতা পেতে ব্যর্থ হন তিনি। তবে এখনো পাকিস্তানের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমির। যদিও গত মাসে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজ থেকে একটি মাত্র উইকেট পেয়েছেন, যা তার ফর্মের সঙ্গে বেমানান।
তবে ফের ছন্দে ফিরে আত্মবিশ্বাস গ্রহণের মাধ্যমে নিজের স্বাভাবিক দক্ষতা দিয়ে এ আসরে সর্বাধিক উইকেট সংগ্রহ করাই নিজের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আমির। বলেন, ‘এ টুর্নামেন্টে আমি সর্বোচ্চ উইকেট সংগ্রহ করতে চাই। দলকে ট্রফি জয়ে সহায়তার পাশাপাশি এটিই আমার ব্যক্তিগত লক্ষ্য।’