বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০০ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৯
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে চারদিক করতালিতে উপস্থিত সকলেই শুভেচ্ছা জানান। একই সঙ্গে শুরু হয় আতশবাজি।

সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শেখ হাসিনা।

সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, টুর্নামেন্ট সফল হোক, স্বার্থক হোক এবং উদ্বোধন অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর উদ্বোধন ঘোষণা করছি।’

প্রধানমন্ত্রীর এ ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয় আতশবাজি। টানা ৫ মিনিট ধরে চলে আতশবাজির আলোর ঝলকানি। স্টেডিয়ামের পুরো ছাড়াও আশেপাশে চারদিক হয়ে উঠে আলোর ঝলকানিতে আলোকিত।

আতশবাজি শেষে আজানের বিরতি দিয়ে আবারও শুরু হয় সাংস্কৃতি অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামের বসেই জেমসের গান শোনেন। এ সময় তার পাশে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বসে ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএল তার নামানুসারে অনুষ্ঠি হচ্ছে। নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। বিপিএলের েএ বিশেষ আসরে মোট সাতটি দল অংশ নিচ্ছে।

স্পোর্টসমেইল২৪.কমের সকল নিউজ এখন অ্যাপসের মাধ্যমেও পড়তে পারেন। আমাদের অ্যাড্রয়েট অ্যাপসটি ডাউনলোট করে নিতে পারেন আপনিও, স্পোর্টসমেইল২৪ অ্যাপস



শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু বিপিএলের টাইটেল স্পন্সর আকাশ ডিটিএইচ

বঙ্গবন্ধু বিপিএলের টাইটেল স্পন্সর আকাশ ডিটিএইচ

তিন ভেন্যুতে বঙ্গবন্ধু বিপিএল, উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম-সিলেট

তিন ভেন্যুতে বঙ্গবন্ধু বিপিএল, উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম-সিলেট

বঙ্গবন্ধু বিপিএলে দল পাননি আশরাফুল-রাজ্জাকরা

বঙ্গবন্ধু বিপিএলে দল পাননি আশরাফুল-রাজ্জাকরা

বঙ্গবন্ধু বিপিএল প্লেয়ার্স ড্রাফট : কে পেল কোন দল

বঙ্গবন্ধু বিপিএল প্লেয়ার্স ড্রাফট : কে পেল কোন দল