পর্দা উঠছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবারের আয়োজনে আনা হয়েছে ভিন্ন মাত্রা।
রোববার (৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপিএলের এ বিশেষ আয়োজনের উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধনী ঘোষণা ছাড়াও বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।
বলিউড তারকা সালমাণ খান ও ক্যাটরিনা কাইফ ছাড়াও জেমস, সনু নিগাম, কৈলাশ খের, মমতাজ বেগম গান শোনাবেন। থাকবেন চোখ ধাধালো আতশবাজি।
মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’ উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত সূচি প্রকাশ করেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। চলুন এক নজরে দেখে নেয়া যাক-
২.৩০ টা : দর্শকদের জন্য গেট খুলে দেয়া হবে
৫.০০ টা : জাতীয় সঙ্গীত পরিবেশন
৫.২৫ টা : মইদুল ইসলাম খানের পারফর্মেন্স
৫.৩৫ : রেশমি মির্জার পারফর্মেন্স
৬.০০ টা : জেমসের পারফর্মেন্স
৬.৪০টা : মমতাজের পারফর্মেন্স
৭.৩০টা : আতশবাজী
৭.৪৫ টা : সনু নিগামের পারফর্মেন্স
৮.৩৫টা : লেজার শো
৮.৫৫ টা : কৈলাশ খেরের পারফর্মেন্স
৯.৩৫ টা : ক্যাটরিনা কাইফের পারফর্মেন্স
১০.০০ টা : সালমান খানের পারফর্মেন্স
১০.২০ টা : সালমান খান ও ক্যাটরিনা কাইফের যৌথ পারফর্মেন্স।