বঙ্গবন্ধু বিপিএলের প্রথম বিদেশি কোচ হিসেবে ঢাকায় এসেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইংল্যান্ডের পল নিক্সন। নিক্সনের সাথে বোলিং কোচ হিসেবে ঢাকায় এসেছেন ইংল্যান্ডের সাবেক ডান-হাতি পেসার কবির আলি।
শুক্রবার (৬ ডিসেম্বর) ঢাকায় এসেই দলের সাথে প্রথম দিন নেট অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন নিক্সন। মিরপুর একাডেমি মাঠে দলের শিষ্যদের বিভিন্ন ধরনের টিপসও দিয়েছেন তিনি। সাথে ছিলেন কবিরও।
অনুশীলন শেষে খেলোয়াড়দের সাথে ফটোসেশন করেন নিক্সন-কবির। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১৯টি ওয়ানডে ও ১টি টি-২০ ম্যাচ খেলেছেন নিক্সন।
নিক্সনের অধীনে এবার খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, এনামুল হক বিজয়, ক্রিস গেইল, কেরসিক উইলিয়ামস, রায়াদ এমরিত, ইমাদ ওয়াসিম, লেন্ডল সিমন্সরামত তারকারা।
এ দলের টিম ডিরেক্টর হিসেবে থাকছেন জালাল ইউনুস এবং টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন ফাহিম মুনতাসির।
এবারের বিপিএলে সাত দলের ছয় জনই বিদেশি কোচ। শুধুমাত্র ঢাকা প্লাটুনে রয়েছেন দেশি কোচ, মোহাম্মদ সালাউদ্দিন। বাকি পাঁচ বিদেশি কোচ হলেন- সিলেট থান্ডার্সে হার্শেল গিবস, কুমিল্লা ওয়ারিয়র্সের ওটিস গিবসন, খুলনা টাইগার্সে জেমস ফস্টার, রাজশাহী রয়েলসে ওয়াইজ শাহ ও রংপুর রেঞ্জার্সে মার্ক ও’ডনেল।