অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগ ব্যাশ লিগ (বিবিএল) নয়, আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ লিগে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান আন্দ্রে রাসেল।
গুঞ্জন ছিল, বিপিএলে পাওয়া যাবে না রাসেলকে। বিগ ব্যাশে খেলবেন তিনি। তবে অস্ট্রেলিয়ার পত্রিকা সিডনি মনিং হেরাল্ড বলছে ভিন্ন কথা।
তারা বলছে, ‘বিগ ব্যাশ নয়, বিপিএল খেলবেন রাসেল।’ ফলে রাসেলকে নিয়ে শঙ্কা কেটে গেল। রাজশাহী রয়্যালসের হয়ে মাঠ মাতাবেন বিধ্বংসী অলরাউন্ডার রাসেল।
বিপিএলে নিয়মিত খেলেন আন্দ্রে রাসেল। গত কয়েক বছর ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছেন তিনি। এবার রাজশাহীর হয়ে খেলবেন রাসেল।
আন্দ্রে রাসেল ছাড়াও রাজশাহী রয়্যালসের হয়ে বঙ্গবন্ধু বিপিএলের খেলবেন লিটন দাস, আফিফ হোসেন, রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই’র মত খেলোয়াড়।
রাজশাহী রয়্যালস
দেশি খেলোয়াড় : লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ চৌধুরী, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি, অলোক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, নাহিদুল ইসলাম।
বিদেশি খেলোয়াড় : রবি বোপারা, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ইরফান।