‘বঙ্গবন্ধু বিপিএল’-এর উদ্বোধনী অনুষ্ঠান হবে জমকালো। অনুষ্ঠানে দেশি-বিদেশি খ্যাতনামা তারকাদের মেলা বসবে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে। এর মধ্যে বলিউড কাঁপানো তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ থাকবেন বলে জানা গেছে।
ডিসেম্বরের ১১ তারিখ মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’। এর আগে ৮ ডিসেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। আসরের উদ্বোধন ঘোষণা করবেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই শুরু হবে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান।
জানা গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবেন বলিউডের দুই তারকা সালমান ও ক্যাটরিনা। বিপিএল কমিটি থেকে তাদের দু’জনের উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে সালমান-ক্যাটরিনা ছাড়াও বলিউড হিরো জন আব্রাহাম, টাইগার স্রফের আসার কথা রয়েছে। তবে তাদের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
১১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ‘বঙ্গবন্ধু বিপিএল’ চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। এবারের বিপিএলের লিগ পর্বের ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তালিকায় রয়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।