জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামে বিশেষ বিপিএল টুর্নামেন্টের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে পূর্বে দল বাদ দিয়ে এবার নতুন করে সাজানো হয়েছে সবকিছু।
৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন এবং ১১ ডিসেম্বর থেকে শুরু হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।
বঙ্গবন্ধু বিপিএলে মোট সাতটি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো- ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।
রোববার (১৭ নভেম্বর) রেডিসন ব্লু হোটেলে বঙ্গবন্ধু বিপিএল আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। মোট সাত দলের মধ্যে কেমন হলো ঢাকা প্লাটুন দলের পরেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে এ প্লাস ক্যাটাগরির খেলায়াড় হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ইমরুল কায়েস, নাসির হোসেন ও পেসার রুবেল হোসেনকে দলে নেওয়া হয়েছে। অন্যদিকে বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন টি-২০ ক্রিকেটের সেরা আকর্ষন ক্রিস গেইল।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
দেশি খেলোয়াড় : মাহমুদউল্লাহ রিয়াদ (এ+), ইমরুল কায়েস (এ), জুনায়েদ সিদ্দিকী (সি), নাসির হোসেন (সি), রুবেল হোসেন (বি), কাজী নুরুল হাসান সোহান (বি), এনামুল হক জুনিয়র (ডি), মুক্তার আলী (সি), পিনাক ঘোষ (ডি), নাসুম আহমেদ (ডি)।
বিদেশি খেলোয়াড় : ক্রিস গেইল, কেশরিক উইলিয়ামস, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম, আবিস্কা ফার্নান্দো, রায়াদ এমরিক।