জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামে বিশেষ বিপিএল টুর্নামেন্টের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে পূর্বে দল বাদ দিয়ে এবার নতুন করে সাজানো হয়েছে সবকিছু।
৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন এবং ১১ ডিসেম্বর থেকে শুরু হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।
বঙ্গবন্ধু বিপিএলে মোট সাতটি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো- ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।
রোববার (১৭ নভেম্বর) রেডিসন ব্লু হোটেলে বঙ্গবন্ধু বিপিএল আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। মোট সাত দলের মধ্যে কেমন হলো ঢাকা প্লাটুন দল।
ঢাকা প্লাটুন দলে এ প্লাস ক্যাটাগরীর দু’জন খেলোয়াড়কে নেওয়া হয়েছে। প্রথম ধাপে তামিম ইকবালকে দলে ভেড়ানোর পর সুযোগ পেয়ে চতুর্থ ধাপে মাশরাফিকে দলে নিয়েছে তারা।
এছাড়া এনামুল হক বিজয় ও মমিনুল হক ছাড়াও বিদেশি ক্যাটাগরীর মধ্যে ওয়াব রিয়াজ ও শহিদ আফ্রিদিকে দলে নিয়েছে ঢাকা প্লাটুন। বঙ্গবন্ধু বিপিএলের সাত দলের মধ্যে এবার ঢাকাকে ফেভারিট বলে ধরা হচ্ছে।
ঢাকা প্লাটুন
দেশি ক্রিকেটার : তামিম ইকবাল (এ +), মাশরাফি বিন মর্তুজা (এ +), এনামুল হক বিজয় (বি), হাসান মাহমুদ (ই), মেহেদী হাসান (বি), আরিফুল হক (বি), মুমিনুল হক (এ), শুভাগত হোম (বি), রকিবুল হাসান (সি), জাকের আলি (ডি)।
বিদেশি ক্রিকেটার : থিসারা পেরেরা, ররি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলি, লুইস ক্রিস, শহিদ আফ্রিদি।