বিপিএলের এবারের আসরে নাম ‘বঙ্গবন্ধু বিপিএল’। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এ নামকরণ করা হয়েছে। একই সঙ্গে অন্যবারের মত থাকছে না ফ্র্যাঞ্চাইজি, পুরো আসর পরিচালনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দেশের সর্বোচ্চ ক্রিকেট কর্তপক্ষ ইতোমধ্যেই ২০২০ সালে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে দুই ম্যাচের একটি টি-২০ সিরিজ আয়োজনের ঘোষণা দিয়েছে। এ ছাড়াও এবারের বিপিএল বঙ্গবন্ধুর নামে করার একটি সুবর্ণ সুযোগ কাজে লাগাতে চায় বিসিবি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এবার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নয়, বিপিএল আসর পরিচালিত করবে বিসিবি।
বিসিবি সভাপতি বলেন, আগামী বছর জাতি বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালন করবে। তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা টুর্নামেন্টটি বঙ্গবন্ধুর নামে পারিচালনা করব এবং ফ্র্যাঞ্চাইজির হাতে দেব না। বিগ ব্যাশের কথা ভাবতে পারেন এবং একই ফর্মেটে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বিপিএল। কোন স্পন্সর থাকলে টুর্নামেন্টের নামকরণে সবার আগে আসবে বঙ্গবন্ধুর নাম।
তিনি বলেন, টুর্নামেন্টের প্রথম পর্ব শেষ। ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আমরা নতুন চুক্তি করতে চেয়েছিলাম। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিছু দাবি-দাওয়া দিয়েছে, যা গণমাধ্যমে এসেছে। তাদের প্রতিক্রিয়াও আমাদের নজরে এসেছে। তাদের দাবিগুলো আমাদের মূল কঠামোর সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। কোনোভাবেই তাদের দাবি মানা আমাদের পক্ষে সম্ভব নয়।
পাপন বলেন, তাছাড়া কিছু ফ্র্যাঞ্চাইজি দাবি করেছে এক বছরে তারা দু’টি বিপিএল চায় না, তাদের ওপর বেশি চাপ পড়বে। সব কিছু বিবেচনা করে এবারের বিপিএল আমরাই (বিসিবি) চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এবারের আসরটি আর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক থাকছে না।
বিসিবির কাছে ফ্র্যাঞ্চাইজিগুলো রাজস্বের ভাগ চাওয়ার বিষয়ের ব্যাখ্যা করে বিসিবি সভাপতি বলেন, রাজস্ব ভাগাভাগি সম্ভব নয়। তারা ৮০ কোটি দিলে আমরা ৪০ কোটি তাদের দেব। অতীতে অংশগ্রহণ ফি ছিল ৮ কোটি টাকা । কিন্তু এখন আমরা সেটা করেছি এক কোটি টাকা। তারা আর কী চাইতে পারে?
তিনি বলেন, আমরা চাই যারাই এ টুর্নামেন্টে আসবে তারা বিপিএল এবং খেলোয়াড়দের কল্যাণে এগিয়ে আসবে, ব্যবসার জন্য নয়। এখানে ব্যবসা করার কোন সুযোগ নেই।
বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো বিপএলকে সব সময় অলাভজনক বলে আসছে। তবে পাপন তাদের সঙ্গে এক মত নন। তিনি বলেন, ‘বিপিএলে যদি লোকসান হয় তবে তারা ৪ কোটি টাকা দিয়ে একজন খেলোয়াড়কে কিনতো না।
বিসিবি সভাপতি জানান, ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক না হলেও কেউ কোন দলকে স্পন্সর করতে চাইলে, করতে পারে। দলগুলোর নাম আপাতত আগের মতই থাকছে। আগের মতই নিলাম হবে। কোচিং স্টাফ সরবরাহ করবে বিসিবি। তবে কোন স্পন্সর যদি সরাসরি বিদেশি খেলোয়াড় আনতে চায়, সেখানে বাধা নেই।