বিপিএলে থাকছে না ফ্র্যাঞ্চাইজি, নাম হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৯
বিপিএলে থাকছে না ফ্র্যাঞ্চাইজি, নাম হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর বঙ্গবন্ধুর নামে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। একই সঙ্গে তিনি জানান, থাকবে না কোন ফ্র্যাঞ্চাইজি, বিপিএলের পুরো আসর মাঠে গড়াবে বিসিবির অর্থায়নে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুুপুরে সাংবাদিকদের কাছে তিনি এসব তথ্য জানান।

পাপন বলেন, বিপিএল এ বছর নির্ধারিত সময়েই হবে, তবে অন্যভাবে। এ বছর টুর্নামেন্টটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হচ্ছে না। আর টুর্নামেন্টের নাম হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’।

বিসিবি সভাপতি বলেন, ফ্র্যাঞ্চাইজি না থাকায় পুরো আসর মাঠে গড়াবে বিসিবির অর্থায়নে। অর্থাৎ প্রতিটি দলের এবং ক্রিকেটারদের খরচ বহন করবে বোর্ড। দলগুলো পরিচালনাও করবে তারা।

নাজমুল হাসান পাপন বলেন, বিপিএলের প্রথম পর্ব শেষ। নতুন চুক্তি করতে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বসেছিলাম। কয়েকটা ফ্র্যাঞ্চাইজির বেশ কিছু দাবি-দাওয়া আছে। ওই দাবিগুলো আমাদের মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। কিছু ফ্র্যাঞ্চাইজি দাবি করছে, এক বছরে দুটি বিপিএল তারা চায় না। খেলবে না সেটি অবশ্য বলেনি। ওদের ওপর চাপ বেশি পড়ে যাবে। সবকিছু চিন্তা করে ঠিক করেছি এবারের বিপিএল আমরাই (বিসিবি) চালাব।

তিনি আরও বলেন, এবারের বিপিএলটা আমরা বঙ্গবন্ধুকে উৎসর্গ করব। টুর্নামেন্ট তার নামেই হবে। সব দলই ঠিক থাকবে শুধু ম্যানেজমেন্টের অংশ বিসিবি দেখবে। খেলোয়াড়দের পারিশ্রমিক, থাকা-খাওয়া, যাতায়াত সবই বিসিবি তত্ত্বাবধান করবে। এতে আশা করি সবাই খুশি হবে। অনেকটা বিগ ব্যাশের মতো।

তবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক না হলেও কেউ যদি কোনো দলকে স্পন্সর করতে চায় -সে পথ খোলা থাকছে বলে জানান বিসিবি সভাপতি।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের ওপেনিং ৩ ডিসেম্বর

বিপিএলের ওপেনিং ৩ ডিসেম্বর

বিপিএলে কোন ফ্রাঞ্চাইজির মেয়াদ নেই, খেলোয়াড় কেনা অবৈধ

বিপিএলে কোন ফ্রাঞ্চাইজির মেয়াদ নেই, খেলোয়াড় কেনা অবৈধ

খুলনার মাঠে বিপিএল চায় খুলনা টাইটান্স

খুলনার মাঠে বিপিএল চায় খুলনা টাইটান্স

বিপিএলের ফ্রাঞ্চাইজিরাই বার বার আইন ভাঙছে

বিপিএলের ফ্রাঞ্চাইজিরাই বার বার আইন ভাঙছে