বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়া চিটাগাং ভাইকিংসের অনুশীলন শুরু হচ্ছে ৩০ অক্টোবর (সোমবার)। মিরপুরে একাডেমি মাঠে শুরু হবে অনুশীলন।
বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় এবং অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের ছাড়াই দেশীয় ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু করা হবে। পরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশে এসে পৌঁছালে এবং বিদেশি ক্রিকেটাররা চলে এলে পুরোদমে অনুশীলন শুরু করবে চিটাগাং ভাইকিংস।
উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর শুরু হচ্ছে দেশের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর। মাঠের লড়াই ৪ নভেম্বর শুরু হলেও তার আগে ২ নভেম্বর হবে উদ্বোধন অনুষ্ঠান। এবারের আসরের খেলা হবে তিনটি ভেন্যুতে। আর আসরে মোট ম্যাচ হবে ৬০টি।