বিপিএলের ফ্রাঞ্চাইজিরাই বার বার আইন ভাঙছে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১৭ আগস্ট ২০১৯
বিপিএলের ফ্রাঞ্চাইজিরাই বার বার আইন ভাঙছে

টাইগার নতুন কোচের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১৭ আগস্ট) দুপুরে বিসিবি মিডিয়া সেন্টারে টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানেই কথা ওঠে আসন্ন বিপিএল আসর নিয়ে।

সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে বিসিসি সভাপতি বলেন, ‘না বলাই ভালো, তারপরও আপনাদের (সাংবাদিক) বলি, পত্রপত্রিকা বা টিভি খুললে দেখি বিভিন্ন ফ্রাঞ্চাইজিকে নিয়ে এসে বলছেন যে, বার বার আইন পরিবর্তন করছি, এটা ঠিক না, এ রকম হলে আমরা (ফ্রাঞ্চাইজি) খেলব না।’

পাপন বলেন, ‘আইন পরিবর্তনটা আমরা কখন করলাম? এ কথাটা কেউ বলেন না যে, যাদের (ফ্রাঞ্চাইজি) নিয়ে আসছেন তারা প্রত্যেকবার আইন ভাঙছে। আমরা ওঠা (আইন ভাঙা) বাধা দেই। আমরা আইন কখনো পরিবর্তন করি না।’

তিনি আরও বলেন, ‘যতগুলো উদাহরণ আছে আপনি একটা একটা করে দেখেন, আমরা কখন আইন পরিবর্তন করলাম? এবারও তারা (ফ্রাঞ্চাইজি) আইন ভেঙেছে।’

সাকিব-তামিমদের কথা উচ্চারণ না করে তিনি বলেন, ‘রিটেনশন থাকার পরও রিটেনশনের সুযোগ না দিয়ে তারা (ফ্রাঞ্চাইজি) নিজেরা নিজেরা খেলোয়াড় বদলাচ্ছে। এটা তো হতেই পারে না। আইনে নাই, আমরা বাধা দিয়েছি। আমরা আইন পরিবর্তন করিনি।’

বিসিবি সভাপতি বলেন, ‘এর আগেও যেগুলো হয়েছে প্রত্যেকটা তারা আইন ভঙ্গ করেছে। আপনারা যারা আইন ভঙ্গ করেছে তাদেরকে এনে এনে বলাচ্ছেন যে, এ রকম বার বার নিয়ম বদল আমরা (ফ্রাঞ্চাইজি) মানি না। এটা ঠিক না। ওরাই (ফ্রাঞ্চাইজি) তো আইন ভঙ্গ করছে, আমরা না। আমরা আইন বদলাইনি, আমরা বাধা দিচ্ছি।’

এর আগে এ ধরনের তথ্য কেউ গণমাধ্যমকে জানায়নি। এ বিষয়ে তিনি বলেন, ‘ভেবেছিলাম এ সত্য কথাটা আপনারা কেউ বলবেন, কিন্তু আপনারা কেউ বলেন না। পত্রিকায় দেখলাম স্মিথকে আনা ঠিক হয়নি। স্মিথকে কি আমরা এনেছি? ফ্রাঞ্চাইজিরা এনেছে।’

বিপিএলের ফাইনালে সুপার ওভার নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স না খেলতে চাওয়া বিষয়ে পাপন বলেন, ‘একটা ফাইনাল ম্যাচে সুপার ওভার নাকি হওয়ার কথা ছিল, কুমিল্লা নাকি খেলবো না! আইনে লেখা আছে খেলতে হবে, আমরা বলিনি তো। এখন কুমিল্লা যদি না খেলে আমরা কিছু করতে পারি না। ওদের বলে উইনার দিতে হবে, আমরা এটা দিতে পারি না।’

বিপিএলের সকল ফ্রাঞ্চাইজির মেয়াদ শেষ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সবার সাথেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এখন নতুন করে আবার চুক্তি হবে। নতুন চুক্তি ক্ষেত্রে যারা আগে ছিল তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া যারা চুক্তি নবায়ন করতে চাইবে না সেখানে নতুন কেউ আসবে।’

তবে ডিসেম্বরে শুরু হওয়ার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর থেকে আইনের আর কোন সমস্যা থাকবে না বলেন জানান তিনি। বলেন, এ আসর থেকে সব ক্লিয়ার হবে যাবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে কোন ফ্রাঞ্চাইজির মেয়াদ নেই, খেলোয়াড় কেনা অবৈধ

বিপিএলে কোন ফ্রাঞ্চাইজির মেয়াদ নেই, খেলোয়াড় কেনা অবৈধ

বিপিএলের ওপেনিং ৩ ডিসেম্বর

বিপিএলের ওপেনিং ৩ ডিসেম্বর

ঢাকা ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দিলেন সাকিব

ঢাকা ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দিলেন সাকিব

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন মুশফিক

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন মুশফিক