বিপিএলে কোন ফ্রাঞ্চাইজির মেয়াদ নেই, খেলোয়াড় কেনা অবৈধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৯ এএম, ০৫ আগস্ট ২০১৯
বিপিএলে কোন ফ্রাঞ্চাইজির মেয়াদ নেই, খেলোয়াড় কেনা অবৈধ

বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে। ৩ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান বিপিএলের ম্যাচ গড়াবে ৬ ডিসেম্বর। তবে এর মধ্যে ফ্রাঞ্চাইজি দলগুলো তাদের ইচ্ছে মতো খেলোয়াড় দলভুক্ত করতে শুরু করেছে। যার ফলে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা।

বিপিএলের সপ্তম আসরকে সামনে রেখে দল বদল করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও সাকিব আল হাসান। তবে তাদের দল বদলে ক্ষিপ্ত হয়েছে সয়ং বিপিএল গভর্নিং কাউন্সিল। গত দুইদিন ধরে বিষয়টি নিয়ে কয়েকদফা মিটিংও হয়েছে বলে জানা গেছে।

এর মধ্যে রোববার (৪ আগস্ট) বিকেলে বিপিএল গভর্নিং কাউন্সিল এক সভা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের অন্যতম শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম জানান, খেলোয়াড়দের দলে ভেড়ানোর কাজ সম্পূর্ণ অবৈধ।

কারণ হিসেবে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, বিপিএলে বর্তমান ফ্রাঞ্চাইজিগুলোর মালিকানায় যারা রয়েছে চুক্তি অনুযায়ী তাদের মালিকানার মেয়াদ শেষ। আগামী আসরে (সপ্তম) ফ্রাঞ্চাইজির মালিকানায় থাকতে হলে নতুন করে চুক্তিবদ্ধ হতে হবে।নতুন মালিকানা পেলেই কেবল খেলোয়াড় চুক্তিবদ্ধ করার কাজ করতে পারবে সংশ্লিষ্ট দলগুলো। এর আগে খেলোয়াড় দলে ভেড়ানোর কাজ সম্পূর্ণ অবৈধ এবং এটি বিসিবির অনুমোদিত বিষয় নয়।

যা পরে বিসিসির সংবাদ বিজ্ঞপ্তিতেও একই তথ্য জানানো হয়। বলা হয়, আসন্ন বিপিএলে অংশ নেবে ৮ দল। দল ও ক্রিকেটারসহ সব কিছু নতুন চুক্তি অনুযায়ী হবে। পুরোনো কোনো নিয়মই আর প্রযোজ্য নয়।

মাহবুব আনাম বলেন, এখন পর্যন্ত বিপিএলে বিসিবির সঙ্গে কারও চুক্তি হয়নি। তারা যা করেছে (খেলোয়াড় কিনছে) নো রিলেশনশিপ টু বিসিবি অথবা বিপিএল গভর্নিং কাউন্সিল। এটা উল্লেখ করার কিংবা স্মরণ করিয়ে দেওয়ারও দরকার নেই। আমাদের আলোচনা করারও দরকার নেই বিসিবির পক্ষ থেকে।

তিনি আরও বলেন, ছয়টা ফ্র্যাঞ্চাইজিকে পত্র দেওয়া হচ্ছে যে, আপনারা মিউচুয়ালি এগ্রিমেন্টের জন্য আসেন। ধরে নিলেও ওই ছয়টা যে থাকবে তার কোনো শিউরিটি নেই। ডিফল্ট করলেও কেউ তার ওই পজিশন ক্লিয়ার না করলে তো বিসিবি সেটাও করবে না।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের ওপেনিং ৩ ডিসেম্বর

বিপিএলের ওপেনিং ৩ ডিসেম্বর

জেপি ডুমিনিকে দলে ভেড়ালো রাজশাহী কিংস

জেপি ডুমিনিকে দলে ভেড়ালো রাজশাহী কিংস

ওয়াটসনকে দলে ভেড়ালো খুলনা টাইটান্স

ওয়াটসনকে দলে ভেড়ালো খুলনা টাইটান্স

বিপিএলের ষষ্ঠ আসরের কিছু পরিসংখ্যান

বিপিএলের ষষ্ঠ আসরের কিছু পরিসংখ্যান